Bangla

স্মার্টফোনের ডেটা ১ মিনিটে খালি করুন

ফোনের মেমোরি ভরে গেলে ফোন হ্যাং হওয়া কিংবা ছবি সেভ না হওয়ার মতো সমস্যা তো লেগেই থাকে।

Bangla

অপ্রয়োজনীয় ফটো এবং ভিডিও ডিলিট করুন

গ্যালারিতে অনেক স্ক্রিনশট, রিল ভিডিও, ডুপ্লিকেট ছবি থাকে। এগুলি পরিষ্কার করলে অনেক জায়গা খালি হয়। তাই বেশি জায়গা নেওয়া ছবি ও ভিডিও ডিলিট করে জায়গা তৈরি করতে পারেন।

Image credits: Social Media
Bangla

বড় ভিডিও ক্লাউডে আপলোড করুন

গ্যালারিতে অনেক স্ক্রিনশট, রিল ভিডিও, ডুপ্লিকেট ছবি থাকে। এগুলি পরিষ্কার করলে অনেক জায়গা খালি হয়। তাই বেশি জায়গা নেওয়া ছবি ও ভিডিও ডিলিট করে জায়গা তৈরি করতে পারেন।

Image credits: Social Media
Bangla

ক্যাশে ক্লিয়ার করুন

WhatsApp, Instagram, Facebook-এর মতো অ্যাপের ক্যাশে অনেক জায়গা নেয়। সেটিংসে গিয়ে Storage থেকে Clear Cache করুন। তাতেই আপনার মোবাইলে অনেকটা জায়গা খালি হয়ে যাবে।

Image credits: Social Media
Bangla

WhatsApp মিডিয়া নিয়ন্ত্রণ করুন

WhatsApp গ্রুপে আসা ছবি/ভিডিও সবচেয়ে বেশি স্টোরেজ নেয়। ‘Media Auto-Download’ বন্ধ করুন এবং অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন।

Image credits: Social Media
Bangla

অব্যবহৃত অ্যাপ ডিলিট করুন

কিছু গেম ও অ্যাপ ১ জিবি-র বেশি জায়গা নেয়। ৩ মাস ধরে ব্যবহার না করলে আনইনস্টল করুন। এতে মোবাইলে অনেকটা জায়গা খালি হবে।

Image credits: Social Media

ক্যাশব্যাক কমল, আইফোন ১৭ ক্রেতাদের জন্য দুঃসংবাদ?

আইফোন ১৬ প্রো-এ মিলবে বিরাট ছাড় দিচ্ছে Flipkart, জেনে নিন

রাতে ফোন ব্যবহার করেন? শুধু এই সেটিং অন করুন, চোখ থাকবে সুরক্ষিত!

গুগলের বড় অফার: বিনামূল্যে শিখুন সেরা ৫টি এআই কোর্স