ফোনের মেমোরি ভরে গেলে ফোন হ্যাং হওয়া কিংবা ছবি সেভ না হওয়ার মতো সমস্যা তো লেগেই থাকে।
Technology Dec 03 2025
Author: Subhankar Das Image Credits:Social Media
Bangla
অপ্রয়োজনীয় ফটো এবং ভিডিও ডিলিট করুন
গ্যালারিতে অনেক স্ক্রিনশট, রিল ভিডিও, ডুপ্লিকেট ছবি থাকে। এগুলি পরিষ্কার করলে অনেক জায়গা খালি হয়। তাই বেশি জায়গা নেওয়া ছবি ও ভিডিও ডিলিট করে জায়গা তৈরি করতে পারেন।
Image credits: Social Media
Bangla
বড় ভিডিও ক্লাউডে আপলোড করুন
গ্যালারিতে অনেক স্ক্রিনশট, রিল ভিডিও, ডুপ্লিকেট ছবি থাকে। এগুলি পরিষ্কার করলে অনেক জায়গা খালি হয়। তাই বেশি জায়গা নেওয়া ছবি ও ভিডিও ডিলিট করে জায়গা তৈরি করতে পারেন।
Image credits: Social Media
Bangla
ক্যাশে ক্লিয়ার করুন
WhatsApp, Instagram, Facebook-এর মতো অ্যাপের ক্যাশে অনেক জায়গা নেয়। সেটিংসে গিয়ে Storage থেকে Clear Cache করুন। তাতেই আপনার মোবাইলে অনেকটা জায়গা খালি হয়ে যাবে।
Image credits: Social Media
Bangla
WhatsApp মিডিয়া নিয়ন্ত্রণ করুন
WhatsApp গ্রুপে আসা ছবি/ভিডিও সবচেয়ে বেশি স্টোরেজ নেয়। ‘Media Auto-Download’ বন্ধ করুন এবং অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন।
Image credits: Social Media
Bangla
অব্যবহৃত অ্যাপ ডিলিট করুন
কিছু গেম ও অ্যাপ ১ জিবি-র বেশি জায়গা নেয়। ৩ মাস ধরে ব্যবহার না করলে আনইনস্টল করুন। এতে মোবাইলে অনেকটা জায়গা খালি হবে।