প্রিয় মোবাইল ফোনটি যদি হারিয়ে গিয়ে থাকে, তাহলে সকলের মন খারাপ তো হয়ই…
Technology Oct 19 2023
Author: Sahely Sen Image Credits:Our own
Bangla
মোবাইলের গুরুত্ব
উপরন্তু, বর্তমান যুগে মোবাইল ফোন প্রায় আমাদের শরীরের সঙ্গে জুড়ে থাকা একটি অঙ্গ হয়ে উঠেছে। এটি যদি হারিয়ে যায়, তাহলে ব্যাপক মুশকিলে পড়তে হয় ব্যবহারকারীদের।
Image credits: Our own
Bangla
গুরুত্বপূর্ণ তথ্য
বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থেকে শুরু করে, যোগাযোগের উপায়, সবই হারিয়ে যেতে পারে হারানো ফোনের সাথে সাথে।
Image credits: Our own
Bangla
খোয়া যাওয়া ফোন ফিরে পেতে অবশ্যই আইনগতভাবে পুলিশের দ্বারস্থ হতে পারেন
কিন্তু তাঁদের প্রক্রিয়ায় আরও শত শত ফোন ফিরে পাওয়ার চেষ্টা অব্যাহত থাকার দরুন আপনার ফোনটি কবে ফিরে পাবেন, তার কোনও নিশ্চয়তা থাকে না।
Image credits: Our own
Bangla
এক্ষেত্রে আপনার সহায়ক হয়ে উঠতে পারে ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি।
এই অ্যাপই দেখিয়ে দিতে পারে আপনার ফোনের অবস্থান।
Image credits: Our own
Bangla
www.google.com/maps
অন্য কোনও একটি স্মার্টফোন বা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে আপনি আপনার ফোনের গুগল ম্যাপের অবস্থান জানতে পারবেন। এজন্য এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করুন- www.google.com/maps
Image credits: Our own
Bangla
এবার আপনার হারিয়ে যাওয়া ফোনে যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়া ছিল
নতুন গুগল ম্যাপ অ্যাপ-এ সেই আইডি ও পাসওয়ার্ড দিয়েই লগ ইন করুন।
Image credits: Our own
Bangla
তিনটি বিন্দুর লাইন দেওয়া আইকন
একদম ওপরে বাঁদিকের কোণায় তিনটি বিন্দুর লাইন দেওয়া যে আইকনটি আছে, সেখানে ক্লিক করতে হবে।
Image credits: Our own
Bangla
এবার গুগল ম্যাপে Your Timeline অপশনে ক্লিক করতে হবে
ঠিক কোন সময়ে ফোনের অবস্থানটা আপনি জানতে চাইছেন, সেই মাস, বছর, সময় দিতে হবে।
Image credits: Our own
Bangla
ওই নির্দিষ্ট সময়ে আপনার ফোন কোথায় ছিল তা দেখিয়ে দিতে পারবে গুগল ম্যাপ।
তবে, মনে রাখবেন, একমাত্র আপনার হারানো ফোনটি চালু থাকলে এবং তার লোকেশন মোডটি চালু থাকলে, তবেই এই সুবিধা পাওয়া সম্ভব।