প্রিয় মোবাইল ফোনটি যদি হারিয়ে গিয়ে থাকে, তাহলে সকলের মন খারাপ তো হয়ই…
উপরন্তু, বর্তমান যুগে মোবাইল ফোন প্রায় আমাদের শরীরের সঙ্গে জুড়ে থাকা একটি অঙ্গ হয়ে উঠেছে। এটি যদি হারিয়ে যায়, তাহলে ব্যাপক মুশকিলে পড়তে হয় ব্যবহারকারীদের।
বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থেকে শুরু করে, যোগাযোগের উপায়, সবই হারিয়ে যেতে পারে হারানো ফোনের সাথে সাথে।
কিন্তু তাঁদের প্রক্রিয়ায় আরও শত শত ফোন ফিরে পাওয়ার চেষ্টা অব্যাহত থাকার দরুন আপনার ফোনটি কবে ফিরে পাবেন, তার কোনও নিশ্চয়তা থাকে না।
এই অ্যাপই দেখিয়ে দিতে পারে আপনার ফোনের অবস্থান।
অন্য কোনও একটি স্মার্টফোন বা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে আপনি আপনার ফোনের গুগল ম্যাপের অবস্থান জানতে পারবেন। এজন্য এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করুন- www.google.com/maps
নতুন গুগল ম্যাপ অ্যাপ-এ সেই আইডি ও পাসওয়ার্ড দিয়েই লগ ইন করুন।
একদম ওপরে বাঁদিকের কোণায় তিনটি বিন্দুর লাইন দেওয়া যে আইকনটি আছে, সেখানে ক্লিক করতে হবে।
ঠিক কোন সময়ে ফোনের অবস্থানটা আপনি জানতে চাইছেন, সেই মাস, বছর, সময় দিতে হবে।
তবে, মনে রাখবেন, একমাত্র আপনার হারানো ফোনটি চালু থাকলে এবং তার লোকেশন মোডটি চালু থাকলে, তবেই এই সুবিধা পাওয়া সম্ভব।