Technology

লোকাল ট্রেনে ভিড় সহ্য করে নিত্য যাত্রা তো দৈনন্দিন রুটিন

কিন্তু, লাইন দিয়ে টিকিট কাটতে গেলে সময় ব্যয় হয়ে যায় অনেকটাই।

Image credits: Our own

অনলাইন পরিষেবা

এই অসুবিধা দূর করতে লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য অনলাইন পরিষেবা চালু করেছে রেল মন্ত্রক। এই সুবিধা পেতে গেলে অবশ্যই প্রয়োজন একটি স্মার্টফোন।

Image credits: Our own

UTS অ্যাপ

অসংরক্ষিত টিকিট কাটতে গেলে স্মার্টফোনে ডাউনলোড করতে হবে UTS অ্যাপ। এই অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই কার্যকরী।

Image credits: Our own

নাম নিবন্ধন

গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিজের নাম নিবন্ধন করতে হবে।

Image credits: Our own

অর্থপ্রদান

তারপর আবেদনকারীকে অর্থপ্রদানের বিকল্প বেছে নিতে হবে এবং রিচার্জ করতে হবে।

Image credits: Our own

অনলাইন

এরপরেই আপনি অনলাইনে সাধারণ ট্রেনের টিকিট বুক করতে পারবেন। এই টিকিট হবে কাগজবিহীন।

Image credits: Our own

গন্তব্য

টিকিট বুক করার জন্য, আপনি কোথায় যেতে চান সে সম্পর্কে তথ্য দিতে হবে।

Image credits: Our own

টিকিট বুক

তারপর আপনাকে পেমেন্ট করে টিকিট বুক করতে হবে। এর পরে টিকিটটি আপনার অ্যাপে উপস্থিত হবে।

Image credits: Our own

প্রিন্ট

সব শেষে যদি আপনি টিকিটটি নিজের হাতে রাখতে চান, তাহলে অবশ্যই সেটি প্রিন্ট করিয়ে নিতে পারেন।

Image credits: Our own