কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছেন সচিন তেন্ডুলকর
সিং, জিরাফ-সহ বিভিন্ন বন্যপ্রাণীর আকর্ষণে প্রতি বছর সারা বিশ্বের হাজার হাজার পর্যটক কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে বেড়াতে যান। সেখানে গিয়েছেন সচিন তেন্ডুলকরও।
Technology Jun 23 2023
Author: Soumya Gangully Image Credits:Instagram
Bangla
কেনিয়ার বিশ্ববিখ্যাত মাসাইমারা ন্যাশনাল পার্কে ছুটি উপভোগ করছেন সচিন
আফ্রিকায় এখন শীতকাল। মাসাইমারা ন্যাশনাল পার্কের আবহাওয়াও এখন আরামদায়ক। এই পরিস্থিতিতে সেখানে ছুটি উপভোগ করছেন সচিন তেন্ডুলকর।
Image credits: Instagram
Bangla
হেলিকপ্টারে মাসাইমারা ন্যাশনাল পার্কের এয়ারস্ট্রিপে পৌঁছে যান সচিন
সড়কপথে যাওয়ার বদলে হেলিকপ্টারে মাসাইমারা ন্যাশনাল পার্কের এয়ারস্ট্রিপে পৌঁছন সচিন তেন্ডুলকর। তারপর তিনি এই বিখ্যাত ন্যাশনাল পার্ক ঘুরে দেখেন।
Image credits: Instagram
Bangla
সিংহ, চিতাবাঘ, চিতা ও হাতির জন্য বিখ্যাত মাসাইমারা ন্যাশনাল পার্ক
কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে আফ্রিকান হাতি, জিরাফের মতো আপাত নিরীহ প্রাণীর পাশাপাশি সিংহ, চিতাবাঘ, চিতার মতো হিংস্র জন্তুও আছে।
Image credits: Instagram
Bangla
বণ্যপ্রাণী দর্শনের পাশাপাশি স্থানীয় মাসাইদের সঙ্গেও কথা বলেন সচিন
মাসাইমারা ন্যাশনাল পার্কে বিভিন্ন প্রাণীর সঙ্গেই বাস করেন মাসাই জনজাতির লোকজন। তাঁদের সঙ্গেও কথা বলেন সচিন তেন্ডুলকর।
Image credits: Instagram
Bangla
সচিন তেন্ডুলকরের সঙ্গে মাসাইমারা ন্যাশনাল পার্কে গিয়েছেন মেয়ে সারাও
মেয়ে সারা তেন্ডুলকরকে নিয়ে কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁরা আফ্রিকার জঙ্গল উপভোগ করছেন।