Technology

কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছেন সচিন তেন্ডুলকর

সিং, জিরাফ-সহ বিভিন্ন বন্যপ্রাণীর আকর্ষণে প্রতি বছর সারা বিশ্বের হাজার হাজার পর্যটক কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে বেড়াতে যান। সেখানে গিয়েছেন সচিন তেন্ডুলকরও।

Image credits: Instagram

কেনিয়ার বিশ্ববিখ্যাত মাসাইমারা ন্যাশনাল পার্কে ছুটি উপভোগ করছেন সচিন

আফ্রিকায় এখন শীতকাল। মাসাইমারা ন্যাশনাল পার্কের আবহাওয়াও এখন আরামদায়ক। এই পরিস্থিতিতে সেখানে ছুটি উপভোগ করছেন সচিন তেন্ডুলকর।

Image credits: Instagram

হেলিকপ্টারে মাসাইমারা ন্যাশনাল পার্কের এয়ারস্ট্রিপে পৌঁছে যান সচিন

সড়কপথে যাওয়ার বদলে হেলিকপ্টারে মাসাইমারা ন্যাশনাল পার্কের এয়ারস্ট্রিপে পৌঁছন সচিন তেন্ডুলকর। তারপর তিনি এই বিখ্যাত ন্যাশনাল পার্ক ঘুরে দেখেন।

Image credits: Instagram

সিংহ, চিতাবাঘ, চিতা ও হাতির জন্য বিখ্যাত মাসাইমারা ন্যাশনাল পার্ক

কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে আফ্রিকান হাতি, জিরাফের মতো আপাত নিরীহ প্রাণীর পাশাপাশি সিংহ, চিতাবাঘ, চিতার মতো হিংস্র জন্তুও আছে।

Image credits: Instagram

বণ্যপ্রাণী দর্শনের পাশাপাশি স্থানীয় মাসাইদের সঙ্গেও কথা বলেন সচিন

মাসাইমারা ন্যাশনাল পার্কে বিভিন্ন প্রাণীর সঙ্গেই বাস করেন মাসাই জনজাতির লোকজন। তাঁদের সঙ্গেও কথা বলেন সচিন তেন্ডুলকর।

Image credits: Instagram

সচিন তেন্ডুলকরের সঙ্গে মাসাইমারা ন্যাশনাল পার্কে গিয়েছেন মেয়ে সারাও

মেয়ে সারা তেন্ডুলকরকে নিয়ে কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁরা আফ্রিকার জঙ্গল উপভোগ করছেন।

Image credits: Instagram