West Bengal News

নৈহাটির বড়মা

নৈহাটির বড়মা-র অন্নকূট অনুষ্ঠান। রীতিমত জাঁকজমকের সঙ্গে পালিত হল।

Image credits: Our own

জাগ্রত বড় মা

নৈহাটির বড়মা জাগ্রত বলেও মনে করে ভক্তরা। ভক্তদের বিশ্বাস দেবীর মানসিক করলে মনের ইচ্ছে পুরণ হয়।

Image credits: Our own

ভক্তদের ঢল

বৈশাখের প্রথম অমাবস্যার দিনে পালিত হল বড়মার অন্নকূট অনুষ্ঠান। ভক্তদের ঢল নেমেছিল।

Image credits: Our own

প্রসাদ পেলেন ৩০ হাজার মানুষ

প্রধান খেয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। মন্দিরে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শনার্থী।

Image credits: Our own

ভোগ নিবেদন

বুধবার অমাবস্যার দিনে দেবীকে ২ হাজার কেজি চালের ভোগ নিবেদন করা হয়। পুজোর পরে ভক্তগের সেই প্রসাদ বিতরণ করা হয়।

Image credits: Our own

গরম উপেক্ষা করেই ভক্ত সমাগাম

গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। গরম উপেক্ষা করেই ভক্তরা আসেন।

Image credits: Our own

ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা

প্রবল এই গরমে ভক্তদের জন্য লেবু জলেরও ব্যবস্থা করা হয়েছিল। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন মন্দির তৈরি জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সাহায্য করছেন। সাহায্য আসছে বিদেশ থেকেও।

Image credits: Our own

নির্মীয়মাণ মন্দিরে পুজো

বড়োমায়ের জন্য মন্দির নির্মাণ হচ্ছে। নি্র্মীয়মাণ মন্দিরের দোতলাতে পুজোর আয়োজন করা হয়েছিল।

Image credits: Our own

তালিকায় ভিআইপি

সাধারণ ভক্তদের পাশাপাশি অন্নকূট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। বরাহনগর ও বীজপুরের বিধায়কও ছিলেন।

Image credits: Our own

জনসেবার উদ্যোগ

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, পূন্যার্থীদের জন্য ধর্মশালা চালু করার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিনা খরচে চিকিৎসার ব্যবস্থাও করা হবে। তৈরি হচ্ছে মায়ের পুজোর জন্য ২১ ফুটের মূর্তি।

Image credits: Our own