ফিতে খুললেই বেরিয়ে আসবে বক্ষযুগল, পিঠখোলা পোশাকে হোলি পার্টিতে উষ্ণতা ছড়ালেন উরফি
Mar 18 2022, 04:46 PM ISTসাড়া দেশ জুড়ে মহা আড়ম্বরে ধুমধাম করে পালিত হচ্ছে হোলি উৎসব। বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। কবে আসবে এই দিন। বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। চলতি বছরে ১৮ মার্চ দোলযাত্রা উৎসব ( Holi Celebration)। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড সেলিব্রিটিরাও হোলি উদযাপনে ব্যস্ত। সেলিব্রিটিরাও নিজেদের সোশ্যাল মিডিয়ায় হোলির শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। সম্প্রতি উরফি জাভেদের হোলি খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হোলির দিনও ঠিক কীভাবে উষ্ণতা ছড়াতে হয় তা উরফিকে না দেখলে বিশ্বাস করা যাবে না। রঙিন হোলিতে সাদা ও লাল রঙের সাদা সালোয়ার কামিজ ও লাল ওড়না পরেই ধরা দিয়েছেন উরফি। পোশাকের সামনে থেকে পিছন পুরোটাই খোলা। ফিতে খুললেই বেরিয়ে যাবে বক্ষযুগল। কাটাছেড়া পোশাকে হোলি পার্টিতে নজর কেড়েছেন উরফি জাভেদ। যা দেখেই নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। উরফি ছাড়াও বি-টাউনের একাধিক সেলেবরা হোলি সেলিব্রেশন করেছেন, দেখে নিন ছবিগুলি।