' সেক্স হয়ে গেলেই সবটা শেষ নয়, জোর করে বিয়ে না টেকানোই ভাল', বিস্ফোরক মালাইকা
May 10 2022, 11:34 AM ISTমালাইকা আরোরা এবং আরবাজ খান, একসময়কার বলিউডের জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম ছিল এই তারকা দম্পতি। ১৯৯৮ সালে বিয়ে করেন আরবাজকে। । সালটা ২০১৭। বলি অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। বর্তমানে দুজনেই আলাদা। ২৮ বছর বয়সে মা হয়েছিলেন মালাইকা। বর্তমানে তাদের একটি ছেলে রয়েছে। তবে ছেলে আরহানের দায়িত্ব দুজনেই সমানভাবে সচেতন। ছেলেকে নিজের সঙ্গেই রেখেছেন মালাইকা আরোরা। সম্প্রতি নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন মালাইকা। অনেকেই মনে করেন সেক্স-সহবাস হয়ে গেলেই জীবনটা শেষ, যার ফলে ইচ্ছার বিরুদ্ধেও অন্যায় মুখ বুঝে সহ্য করে সংসারটা চালিয়ে যাচ্ছেন। তবে মালাইকার মতে, জোর করে বিয়ে টিকিয়ে রাখার কোনও মানেই হয় না।