চৈত্র সংক্রান্তি
বাংলা ক্যালেন্ডারে বাংলা বছরের শেষ দিন হয় চৈত্র সংক্রান্তি, এই দিনটিকে পবিত্র বলে মানা হয়, এই দিনেই বাংলা জুড়ে প্রচুর লোকাচার পালিত হয়, যার একটা বড় অংশ হল গাজন মেলা বা গাজন উৎসব, শিবকে আরাধ্য করে এই পার্বণ পালিত হয় বাংলা জুড়ে।
No Result Found