প্রাণের মায়া না করে হড়পা বানে তলিয়ে যাওয়াদের উদ্ধার, মাল বাজারের ১১জন সাহসী যুবককে সম্মান প্রদান
Oct 12 2022, 05:22 PM ISTমালবাজার পুরসভার ৮ নম্বর ওর্য়াডের বাসিন্দা ভাস্কর সরকার তাঁর স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভাসান দেখতে গিয়ে হরপাবানের কবলে পরেন। সেই সময়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ঐ সব যুবকদের ধন্যবাদ জানান। তিনি বলেন এরা ভগবানের রূপ, যাঁদের কারনে অনেক প্রাণহানি কম হয়েছে।নিজেদের কথা একটুও না চিন্তা করে এক বাক্যে নদীতে ঝাঁপ দিয়ে অনেক প্রাণ বাঁচিয়েছেন এঁনারা।