প্রায় ২ দশক পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি দল পাঠাবে বিসিসিআই? এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
আবারও ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। ক্রিকেট মাঠে আবার দেখা হচ্ছে ভারত এবং পাকিস্তানের। এবার মহিলা ক্রিকেটে (Women Cricket)।
প্রায় ২ দশক পাকিস্তানে দল পাঠায়নি বিসিসিআই। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো হবে কি না সে ব্যাপারে এখনও নির্দিষ্টভাবে কিছু জানায়নি বিসিসিআই।
চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে ভারত তো বটেই, এমনকী, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার পিছনে আছে পাকিস্তান। ফলে বাবর আজমদের পক্ষে গ্রুপ টপকানো কঠিন।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয় নিশ্চিত। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ ছাড়া প্রতিবারই জয় পেয়েছে ভারত। প্রতিবারই জয়ের আশায় স্টেডিয়ামে গিয়ে হতাশ হতে হয় পাকিস্তানিদের।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠের মতো মাঠের বাইরেও নানা চরিত্র দেখা যায়। এই ম্যাচের সঙ্গে দর্শকদের আবেগ-উত্তেজনা জড়িয়ে থাকে। সেটা ফের দেখা গেল।
ক্রিকেট দলগত খেলা হলেও, অনেক সময়ই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্যক্তিগত দক্ষতা। রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচেও একই ঘটনা দেখা গেল।
ভারতে খেলা নিয়ে রাজনীতি নতুন কিছু নয়। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর যে বিতর্ক শুরু হয়েছিল, এবার টি-২০ বিশ্বকাপ চলাকালীন ফিরল সেই বিতর্ক।
একটু পরেই মহারণ। টি-২০ বিশ্বকাপের (T-20 Cricket World Cup 2024) মঞ্চে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। আর এই ম্যাচের আগে বারবার আলোচনায় নিউ ইয়র্কের (New York) পিচ। আর এই ম্যাচে নামার আগে নিজেদের লক্ষ্য জানিয়ে দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
এবারের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। তা সত্ত্বেও পিচ নিয়ে একেবারেই খুশি নয় ভারতীয় শিবির। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে পিচ নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।