শুধু রবি বিষ্ণোই একা নয়, অভিষেকেই ম্য়াচের সেরা হয়েছেন মোট ৮ জন ভারতীয় ক্রিকেটার
Feb 17 2022, 06:33 PM ISTদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) খেলার স্বপ্ন থাকে সব ক্রিকেটারদের। কিন্তু অভিষেকেই যদি ম্য়াচের সেরা ক্রিকেটার হওয়া য়ায় তাহলে তো স্বপ্নের শুরু। সেই কাজই বুধবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে করে দেখালেন তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। তবে শুধু রবি বিষ্ণোই একাই নয়, এমন টি২০ ক্রিকেটে (T20 Cricket) নজির এর আগে রয়েছে আরও ৭ জন ভারতীয় ক্রিকেটারের (Indian Cricketer)। দেখে নিন তালিকায় কারা।