RCB vs SRH- ডুপ্লেসির দুরন্ত ব্য়াটিং-হাসরঙ্গার স্পিনের ছোঁবল, ১২৫ রানে ধরাশায়ী হায়দরাবাদ, ৬৭ রানে জয় আরসিবির
May 08 2022, 07:40 PM ISTআইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্য়াচে রবিবার মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ (RCB vs SRH)। প্রথমে ব্য়াট করে ১৯৩ রান করল আরসিবি। ৭৩ রানে অধিনায়কোচিত ইনিংস ডুপ্লেসির। রান তাড়া করতে নেমে ১২৫ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স। ৫ উইকেট নেন হাসরঙ্গা।