IPL News -

1393 Stories

নববর্ষের দিনই ম্যাচ, মাঠে নামার আগে জমিয়ে বাঙালিয়ানা ও সেলিব্রেশন মুডে কলকাতা নাইট রাইডার্স

Apr 15 2022, 12:58 PM IST
পয়লা বৈশাখের সন্ধ্যাতেই মাঠে নামতে চলেছে নাইট বাহিনী। চলতি বছরে ২ টো ম্যাচ হারতে হলেও পয়েন্ট টেবিলের একদম প্রথম সারিতেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স। নববর্ষের এই ম্যাচ ও যথেষ্ট গুরুত্বপূর্ণ টিম কেকেআরের কাছে। বৃহস্পতিবারই রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে উঠে এসেছে গুজরাট টাইটান্স। সুতরাং গুজরাটকে টেক্কা দিতে হলে এই ম্যাচ জেতা অত্যন্ত প্রয়োজন কেকেআরের কাছে। তবে ম্যাচের টেনশনের আগে এক্কেবারে খোশ মেজাজে রয়েছে টিম কলকাতা, একে অপরকে মিষ্টি মুখ করিয়ে মাতলেন সেলিব্রেশন মুডে।

More Trending News

Top Stories