Railways Food : সুখবর, করোনা কমতেই রেলের রান্না করা গরম খাবার পেতে চলেছেন যাত্রীরা
রেলযাত্রীদের জন্য সুখবর । যারা দুরপাল্লার ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য দারুণ খবর নিয়ে হাজির রেলমন্ত্রক। করোনা ভাইরাস যেভাবে বেড়েছিল তার কারণে চলন্ত ট্রেনে রান্না করা খাবার পরিবেশন পুরোপুরি বন্ধ করে দিয়েছিল রেল মন্ত্রক। এবার করোনার প্রভাব কমতেই সেই পুরোনো রান্না করা গরম খাবার পরিবেশন করতে চলেছে রেল। গত শুক্রবার এই ঘোষণা করে জানিয়ে দেয় ভারতীয় রেল। ফের রান্না করা গরম খাবার পেতে চলেছেন রেলযাত্রীরা।