Krishna Janmashtami : মায়াপুরের ইসকন মন্দিরে মহাসমারোহে জন্মাষ্টমী পালন
Aug 19 2022, 03:05 PM ISTমায়াপুরের ইসকন মন্দিরে মহাসমারোহে জন্মাষ্টমী পালন। মথুরা ও বৃন্দাবনে দিনটিকে সাড়ম্বরে পালন করা হচ্ছে। মায়াপুরে ইসকনে দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্ত সমাগম। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ৷ সেই পূণ্য তিথির স্মরণে সারা দেশে মহাআড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব তিথি উপলক্ষে দেশ-বিদেশের ভক্তদের সমাগম হয়েছে। সকাল থেকেই চলছে বিশেষ পুজো। যজ্ঞ, শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত নিয়ে চলছে বিশেষ অনুষ্ঠান।