ধর্ষকদের একমাত্র সাজা ফাঁসি-৭দিনের মধ্যে বিল পাশ- চরম ঘোষণা মমতার
Aug 28 2024, 06:14 PM ISTতৃণমূল নেত্রী বলেন, ধর্ষকদের একটাই শাস্তি ফাঁসি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘ন্যায় সংহিতায় ধর্ষকদের জন্য ১০ বছর, ১২ বছরের ধাপ আছে। এর কী দরকার ছিল! রাজ্যের হাতে ক্ষমতা নেই। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে আমি ৭ দিনে করে দেব।