বিয়ের পর শাশুড়ি নীতুর সঙ্গে কেমন সম্পর্ক হবে আলিয়ার, জেনে নিন জ্যোতিষ মত
Apr 14 2022, 07:06 PM ISTশাশুড়ি বনাম বউমা লড়াই- সব থেকে চর্চিত বিষয়। বিয়ের আগে দুজনের সম্পর্ক যতই সুন্দর থাকুক না কেন, বিয়ের পর তা বদল হতে বাধ্য। দুজনের মতের অমিল হবেই, দুজনের দ্বন্দ্ব লাগতে বাধ্য। বউ মা যতই ভালো হোক, সে যে তার শাশুড়ির ছেলেকে কেড়ে নিয়েছে, একবার হলেও শুনতে হবে তাকে। তাদের মাঝে পড়ে স্যান্ডউইচ অবস্থা হয় সব ছেলের। সব পরিবারেই এই এক হাল। তবে, শুধু মধ্যবিত্ত পরিবারে নয়, সেলেবদের ঘরের শাশুড়ি-বউ মা সম্পর্কের রসায়ন আলাদা এমন ভাবার প্রয়োজন নেই। আজ দেখে নিন কেমন হতে চলেছে আলিয়া ও নীতুর সম্পর্ক।