Budget 2022: মহিলাদের ক্ষমতায়ণের উপর বিশেষ জোর, ঘোষণা ৩টি প্রকল্পের
Feb 01 2022, 02:03 PM ISTআজ সংসদে নিজের কার্যকালের চতুর্থতম বাজেট পেশ করেন নির্মলা সীতারামণ। সেখানে নারীশক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, "নারীশক্তির গুরুত্বর উপর জোর দিচ্ছে সরকার। তার জন্য তিনটি প্রকল্প আনা হয়েছে, যার আওতায় মহিলা এবং শিশুদের জীবনযাত্রার সামগ্রিক উন্নয়ন ঘটানো সম্ভব।"