বিশ্বকাপের ময়দানে ভারতের কাছে ৩০২ রানে পরাজিত হয়ে ঘরে ফেরার পরে শ্রীলঙ্কার গোটা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে দিয়েছিল সেদেশের সরকার।
একে বিশ্বমঞ্চে তথৈবচ অবস্থা পাকিস্তান ক্রিকেট দলের তার উপর আবার জানা যাচ্ছে চরম অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছে দল।
আগামী ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা। এই বছর শ্রীলঙ্কা অনেকটাই পিছিয়ে ভারতের থেকে।
আফগানদের এই জয়ের সঙ্গে সঙ্গে অন্য সুর শোনা গেল পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজির গলায়। আফগানিস্তানের জয়ের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে জুড়ে 'অঘটন' বলে উল্লেখ করেছে ইসলামাবাদ ইউনাইটেড।
দেশের মাটিতে ১২ বছর পর ওডিআই বিশ্বকাপ খেলছে ভারতীয় দল। ২০১১ সালের মতোই এবারও চ্যাম্পিয়ন হওয়াই বিরাট কোহলি, রোহিত শর্মাদের লক্ষ্য।
ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ১০টি দলেরই প্রস্তুতি তুঙ্গে। একে একে দলগুলি বিশ্বকাপের জন্য চূড়ান্ত সদস্যদের নাম ঘোষণা করছে।
আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল প্রাথমিক দল। চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর।
অনুষ্ঠানের ফাইনালও হবে আহমেদাবাদ স্টেডিয়ামে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম প্রথম সেমিফাইনাল আয়োজন করবে, আর কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।