Presidential Election Photos -

29 Stories

Presidential Election 2022: দ্রৌপদী-যশবন্ত ছাড়া আরও ৫৪ প্রার্থীর মনোনয়ন জমা, চিনুন তাঁদের

Jun 28 2022, 11:42 AM IST
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এখন পর্যন্ত ৫৬ জন প্রার্থী পদ দাখিল করেছেন। এই তথ্য সোমবার অর্থাৎ ২৭ জুন, ২০২২-এর সন্ধে পর্যন্ত। এরমধ্যে সবচেয়ে শক্তিশালী প্রার্থী নিশ্চিতভাবেই দ্রৌপদী মূর্মূ। এছাড়াও বিরোধী শিবিরের অধিকাংশের সমর্থনে প্রার্থী পদ দাখিল করেছেন যশবন্ত সিনহা। এর বাইরেও আরও ৫৪ জন রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা করেছেন। এদের সকলেই যে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তা নয়। কিন্তু, এদের মধ্যে অনেকেই দেশের জনগণকে একটা অন্য ধরনের বার্তা দিতে চান বলেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা করেছেন বলে প্রতিক্রিয়া দিয়েছেন। এই ৫৬ জনের মধ্যে এখানে কিছু জনের সঙ্গে আমরা পাঠকদের পরিচয় করিয়ে দিচ্ছি, যাতে তাঁরা রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া এই ব্যক্তিগুলির বক্তব্য এবং দর্শনকে অনুভব করতে পারেন।

More Trending News

Top Stories