Ram Charan News -

10 Stories

রিয়্যাল লাইফ হিরো সোনু সুদ-কে মেরে পাট-পাট করে দিলেন চিরঞ্জীবী! এবার কি করবে সোনুর ভক্তরা

Apr 29 2022, 11:37 AM IST
রিয়্যাল লাইফ হিরো এবার কামব্যাক করছেন বড়পর্দায়। সোনুর অভিনয়ের কথা নতুন করে বলার কিছু নেই। আজই মুক্তি পাচ্ছে কোরাতলা শিভা পরিচালিত ছবি 'আচার্য'। দক্ষিণী ছবি 'আচার্য' দিয়েই কামব্যাক করছেন সোনু সুদ। এই ছবিতেই সোনুর সঙ্গে দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবী ও রামচরণ অভিনয় করছেন। কোরাতালা শিবা পরিচালিত ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সোনু সুদকে। সম্প্রতি এক প্রথমসারির সংবাদমাধ্যমে সোনু জানিয়েছেন, 'আচার্য' ছবিতে খলনায়কের চরিত্রে দর্শকরা কতটা তাকে মেনে নেবে তা ভীষণই চিন্তার বিষয়। ছবি নির্মাতারাও এই নিয়ে চিন্তিত ছিলেন যে সোনুকে নেতিবাচক চরিত্রে আদৌ কি দর্শক গ্রহণ করবে। সোনু বলেন, আমাকে নেতিবাচক চরিত্রে দেখাটা অনেকটাই কঠিন। এমনকী প্রযোজক, পরিচালক , লেখকরাও যে আমাকে নেগেটিভ চরিত্রে কল্পনা করতে পারবেন না তা নিয়ে কথা বলেছিলেন। এবং এই কারণেই বেশ কিছু পরিবর্তনও করতে হয়েছিল 'আচার্য'র শুটিংয়ে এবং প্যানডেমিকেপ পরও কিছু অংশ পুনরায় শুটিং করা হয়েছিল।

কলকাতায় বাহুবলী পরিচালক রাজামৌলি, দুই অভিনেতার সঙ্গে হাওড়া ব্রিজে করলেন 'RRR'-এর প্রচার

Mar 22 2022, 01:59 PM IST
বাহুবলি খ্যাত বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলি এবং এবং দুই অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর সাতসকালেই উপস্থিত হয়েছেন হাওড়া ব্রিজে। একপ্রকার সকলের অলক্ষ্যেই যেন একপাল দেহরক্ষী নিয়ে আচমকা ফেয়ারলি প্লেসের ছোটে লাল ঘাটে উপস্থিত হয়েছেন গোটা টিম (Movie Promotion)। হাওড়া ব্রিজের নিচে , কাটফাটা রোদের মধ্যে 'ট্রিপল আর' (RRR) লেখা টি-শার্ট পরেই ধরা দিলেন পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli) এবং এবং দুই অভিনেতা রাম চরণ (Ram Charan) এবং জুনিয়র এনটিআর (Junior NTR)। ডার্ক ধূসর রঙের শার্ট, মাথার চুল ও কাঁচা পাকা দাঁড়িতে হিরোর চাইতে কম নয় রাজামৌলি। তার একপাশে দাঁড়িয়ে টকটকে লাল টি-শার্টে জুনিয়র এনটিআর। আর অন্যপাশে কালো রঙের শার্ট, চোখে সানগ্লাস পরে দেখা গিয়েছে রাম চরণকে। তিন তারকা যেন একফ্রেমে। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাওড়া ব্রিজে তখন উপচে পড়ছে ভিড়। অসংখ্য ভক্তকূল গঙ্গার পাড়ে দাঁড়িয়ে 'আর আর আর' পোস্টার নিয়ে উল্লাসে মত্ত।

More Trending News

Top Stories