হিমাংশু-রঘুবংশীদের অনবদ্য ব্য়াটিং, মুকেশ-আকাশদের দুরন্ত বোলিং, রঞ্জি সেমিতে বাংলা-এমপি হাড্ডাহাড্ডি লড়াই
Jun 14 2022, 05:52 PM ISTরঞ্জি ট্রফির (Ranji Trophy 2022) সেমি ফাইনালে (Semi Final) বাংলা ও মধ্যপ্রদশের (Bengal vs Madhya Pradesh) মধ্যে জমজমাট লড়াই। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করেছে মধ্যপ্রদেশ। সেঞ্চুরি করেছেন হিমাংশু মন্ত্রী। বাংলার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার , আকাশ দীপ।