জুলাই মাসেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। এই ছবিতে রাম পোথিনেনির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সঞ্জয়। তামিল, তেলেগু, হিন্দি, মালায়লম, ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি। এই ছবির কাজ করতে গিয়েই আহত হলেন নায়ক।
শোনা যাচ্ছে, এবার বলিউড ছেড়ে পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাড়ি দেবেন নায়ক।
২৯ জুলাই শনিবার সঞ্জয় দত্তের ৬৪তম জন্মদিন । জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভক্তরা ভিড় জমায় অভিনেতার মুম্বইয়ের বাড়িতে । সঞ্জয় দত্ত দেখা করলেন তার ভক্তদের সঙ্গে ।
বেঙ্গালুরুর আশপাশের অঞ্চলে চলছিল শ্যুটিং। কাজ হচ্ছিল কেডি ছবির। কন্নড় এই ছবিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছাড়াও তালিম, তেলেগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি।