সহবাস সঙ্গী নয়, প্রথমবার স্বামী যশকে নিয়ে 'দাদাগিরি'র মঞ্চে নুসরত, সৌরভের শো-তে পিছু ছাড়ল না ট্রোলিং
Apr 20 2022, 11:05 AM IST' দাদাগিরি' এমন একটা গেম শো, যেখানে গিয়ে শুধু খেলাই নয়, বরং গোপন কেচ্ছাও ফাঁস হয় সেলিব্রিটিদের। মাঝেমধ্যেই অতিথিদের নিয়ে স্পেশ্যাল এপিসোড হয়ে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'দাদাগিরি '-তে । সম্প্রতি জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি '-তে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন যশ ও নুসরত জুটি। যদিও এর আগেও ' দাদাগিরি' র মঞ্চে হাজির হয়েছিলেন যশরত জুটি, তবে তা অনস্ক্রিন জুটি হিসাবে। এই প্রথমবার সহবাস সঙ্গী হিসেব নয় বরং রিয়েল লাইফের স্বামী যশকে নিয়ে 'দাদাগিরি'র মঞ্চে হাজির হতে চলেছেন নুসরত জাহান।