উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত কয়েকটি স্টেশনে লোকাল ট্রেন স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত পূর্ব রেলের।রাজ্যের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
প্রথমে ঠিক হয়েছিল ২ এপ্রিল শুরু হবে উচ্চ মাধ্যমিক। আর শেষ হবে ২০ এপ্রিল। পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে এবার আর অন্য স্কুলে নয় হোম সেন্টারেই পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। এরপর ৫ মাস পরে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন ঘোষণা করা হয়।
জানা গিয়েছে, বংশীহারী থানার সুদর্শননগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুখী টুডু। তার মাধ্যমিক পরীক্ষার ভেনু ছিল বংশীহারী উচ্চ বালিকা বিদ্যালয়ে। এদিকে গত ২৭ ফেব্রুয়ারি রবিবার গঙ্গারামপুর হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় সে। সেখানে সন্তানের জন্ম দেয়।
চন্দ্রকোণা হাসপাতালে রক্তের নমুনা পরীক্ষাসহ বিভিন্ন জিনিস পরীক্ষা করা শুরু হয়েছে তার। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বেডে বসেই পরীক্ষা দিয়েছে গৌতম।
বাঁকুড়া জেলায় ১৪১টি পরীক্ষাকেন্দ্রে ৫৩ হাজার ১৫১ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। হাতেগোনা কয়েকটি পরীক্ষা কেন্দ্র রয়েছে যে কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের জঙ্গলের রাস্তা ব্যবহার করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়। এদিকে সেখানে মাঝে মধ্যেই দেখা যায় হাতির পালকে।
মাধ্যমিকের সকালে আবারও পুলিশের মানবিক রূপ ফুটে উঠল উত্তর দিনাজপুরে। এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পানীয় জলের বোতল ও মাস্ক।
সোমবার মাধ্যমিক পরীক্ষার সকালে আকাশ পরিষ্কার। তবুও বেলা বাড়লই বাড়বে রোদের তেজ, তাই ছাতা নিয়ে বেরোলেই ছাত্র-ছাত্রীদের সুবিধা হবে।
সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। প্রশাসন সূত্রে খবর, পরীক্ষা শুরু আগেই থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট।
অনেকের দাবি, করোনা পরিস্থিতির কারণে অফলাইন ক্লাস বন্ধ ছিল ফলে স্কুলে যেতে পারেনি তারা। এমনকী, কবে অ্যাডমিট কার্ডের জন্য ফর্ম ফিলআপ করা হয়েছে তাও তারা জানতে পারেনি। এই বিষয় নিয়ে তারা কারও সঙ্গেই যোগাযোগ করতে পারেনি।
এবছর পরীক্ষার্থীদের মধ্যে মেয়ের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীও এবার প্রায় ৫০ হাজার বেড়েছে। করোনা পরিস্থিতির মধ্যে ২০২০ সালে মাধ্যমিক কোনওভাবে করানো গিয়েছিল। কিন্তু, ২০২১ সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনও পরীক্ষাই হয়নি। আসলে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে তখন গোটা রাজ্যের অবস্থা ছিল খুবই খারাপ।