আলিপুর পুলিশ ক্যান্টিনে কর্মীর মৃতদেহ উদ্ধার,কবে থেকে পড়ে বডি তদন্তে পুলিশ

Published : May 14, 2020, 12:13 AM IST
আলিপুর পুলিশ ক্যান্টিনে কর্মীর মৃতদেহ উদ্ধার,কবে থেকে পড়ে বডি তদন্তে পুলিশ

সংক্ষিপ্ত

আলিপুর বডিগার্ড লাইনে ক্যান্টিন কর্মীর দেহ উদ্ধার   পুলিশ  ক্যান্টিনে মধ্যে মৃতদেহ পাওয়া যায় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলা হয় বডি  ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে 

আলিপুর বডিগার্ড লাইনে ক্যান্টিন কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । পুলিশ  ক্যান্টিনে মধ্যে মৃতদেহ পাওয়া যায় ।ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলা হয়। বডি  ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।ব্যক্তির নাম সমীর মাহাতো ৪৭ বছর বয়স। কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ । করোনা না এর পিছনে খুনের ঘটনা রয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে জয়েন্ট সিপি ক্রাইম । তবে পুলিশ আবাসন এর মধ্যে দুদিন ধরে বডি পড়ে থাকল কারও চোখে গেল না সেই নিয়ে উঠছে প্রশ্ন।

PREV
click me!

Recommended Stories

Nitin Nabin: নতুন সভাপতির নামে গেরুয়া আবীর! কলকাতায় রাস্তায় নেমে উল্লাস বিজেপির
মোদীর পর এবার সিঙ্গুরে মমতা! শুনেই বিরাট কথা বলে দিলেন শুভেন্দু, দেখুন | Suvendu Adhikari | BJP