৭৫-এ ৬৭ - বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশে বিজেপির দারুণ জয়, সনিয়ার আসনেও হারল কংগ্রেস

Published : Jul 03, 2021, 09:52 PM ISTUpdated : Jul 03, 2021, 09:57 PM IST
৭৫-এ ৬৭ - বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশে বিজেপির দারুণ জয়, সনিয়ার আসনেও হারল কংগ্রেস

সংক্ষিপ্ত

উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত সভাপতি নির্বাচনে দুর্দান্ত জয় বিজেপির একমাত্র সপা বিজেপির বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছে তবে বিজেপির জয়ে তৈরি হয়েছে বিতর্কও সরকারি ক্ষমতাকে ভোট প্রভাবিত করার  কাজে লাগানোর অভিযোগ উঠেছে  

ভিডিও বিতর্ক এবং সরকারি ক্ষমতা কাজে লাগিয়ে ভোটকে প্রভাবিত করার অভিযোগের মধ্যেই, শনিবার উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েতের সভাপতি নির্বাচনে দুর্দান্ত জয় পেল ক্ষমতাসীন বিজেপি (BJP)। ৭৫ টি আসনের মধ্যে ৬৭ টিতেই জয় পেয়েছে গেরুয়া শিবিরের প্রার্থীরা। অবশ্য অনেক ক্ষেত্রেই বিরোধী প্রার্থীরা রাতারাতি বিজেপিতে যোগ দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২১টি আসনে জয় পেয়েছে বিজেপি।

এদিন অবশ্য সরকারিভাবে ফলাফল প্রকাশ পাওয়ার আগেই উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেশবপ্রসাদ মৌর্য বিজেপির জয় ঘোষণা করে দেন সোশ্যাল মিডিয়ায়। তিনি টুইট করেন, 'কহো দিল সে, ২০২২ পে ভাজপা ফির সে', অর্থাৎ হৃদয় থেকে বলুন, ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচনে আবার বিজেপিকেই চাই। বস্তুত উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী পার্টির স্লোগান তৈরি করেছে, 'কহো দিল সে, অখিলেশ ফির সে', সেই স্লোগানকেই কটাক্ষ করেছেন মৌর্য।

বিজেপির অশ্বমেধের ঘোড়ার সামনে শুধুমাত্র সমাজবাদি পার্টি (SP) এবং তাদের সহযোগী রাষ্ট্রীয় লোকদল (RLD)-ই সামান্য যা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে। অখিলেশ যাদবের লোকসভা কেন্দ্র আজমগড়, সপার শক্ত ঘাঁটি ইটাওয়াহ-তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তারা। সন্ত কবির নগর, এবং বালিয়ায় মতো বিজেপির দুর্গে তারা জয় পেয়েছে। আবার উল্টোদিকে হারতে হয়েছে মৈনপুরী, রামপুর, কনৌজ এবং ফিরোজাবাদের মতো নিজ দুর্গগুলিতে।

অন্যদিকে, সরকারি ক্ষমতা অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ জানিয়ে ভোট বয়কট করেছিল বহুজন সমাজ পার্টি (BSP)। আর কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল একমাত্র আসনে, দলের সভানেত্রী সনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বেরিলিতে। কিন্তু, সেই আসনেও জিততে পারেনি তারা।

বাঘপত আসনে সপা-আরএলডি যৌথ প্রার্থী প্রথমে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তারপরে তিনি ওই আসন থেকে নাম প্রত্যাহার করে নেন। আরএলটি সরকারভাবে তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করাটা নিশ্চিত করেছিল। সেই আসনটিতে কিন্তু আরএলডি জয় পেয়েছে। আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী বলেছেন, জনগণের নৈতিক চাপে শাসক দলে কূট কৌশল সফল হয়নি।

বিজেপি দারুণ ফল করলেও শাসকদলের জয় কলুসিত হয়েছে বিভিন্ন ভিডিও ক্লিপ ফাঁস হয়ে। সপা দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করা হয়েছে, আওরাইয়ায় জেলা প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বিরোধী ভোটারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ধরা পড়েছেন। চাঁদৌলিতে আবার ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে প্রাক্তন সপা সাংসদ রামকিশান যাদবকে দলের জয়ের সুরক্ষিত করতে জেলা পঞ্চায়েত ওয়ার্ড সদস্যদের পা ছুঁতে দেখা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি