শনিবার প্রথম দফার নির্বাচন ঝাড়খণ্ডে, বড় পরীক্ষা গেরুয়া শিবিরের

  • শনিবার ঝাড়খণ্ডে প্রথম দফায় ভোট
  • ভোট হবে ১৩টি বিধানসভা কেন্দ্রে
  • বৃহস্পতিবার শেষ হয়েছে প্রচার
  • কড়া নিরাপত্তা নির্বাচীন কেন্দ্র গুলিতে

Asianet News Bangla | Published : Nov 29, 2019 4:19 AM IST / Updated: Dec 23 2019, 09:28 AM IST

আগামী শনিবার ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার নির্বাচন। ১৩টি আসনে ভোট হবে এদিন। তার আগে বৃহস্পতিবার শেষ হল ভোটপ্রচার।

প্রথম দফায় ভাগ্য পরীক্ষা হতে চলেছে ১৮৯ জন প্রার্থীর। ভোটারের সংখ্যা ৩৭,৮৩,০৫৫। ভোট হবে ছাত্রা, গুমলা, বিষ্ণুপুর, লোহারডগা, মনিকা, লাটিহার, পাঙ্কি, ডালটনগঞ্জ, বিশ্রামপুর, ছত্রারপুর, হুসেনবাদ, গারহা এবং ভওয়ন্তপুর বিধানসভা কেন্দ্রে। 

ভোট নেওয়া হবে ৩,৯০৬টি পোলিং স্টেশনে, এরমধ্যে ৯৮৯টি কেন্দ্রে থাকবে ওয়েবকাস্টং-এর সুবিধা। 

প্রথমদফায় যাদের ভাগ্য পরীক্ষা হবে তাদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যের স্বাস্থমন্ত্রী রামচন্দ্র চন্দ্রনবিশ এবং ঝাড়খণ্ড পিসিসি-র প্রেসিডেন্ট এবং প্রাক্তন আইপিএস আধিকারিক রামেশ্মরম ওরাও। 

প্রথম দফায় ১৩টি কেন্দ্রের মধ্যে ১২টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। হুসেনাবাদ আসনে নির্দল প্রার্থী বিনোদ সিং-কে সমর্থন করছে বিজেপি। 

অন্যদিকে বিরোধী জোটের মধ্যে জেএমএম প্রতিদ্বন্দ্বিতা করছে চারটি আসনে, কংগ্রেস লড়ছে ছয়টি আসনে আর তিনটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে আরজেডি। 

ভোট শুরু হবে সকাল ৭টা থেকে, চলবে বেলা ৩টে পর্যন্ত। 

Share this article
click me!