মহারাষ্ট্র ও হরিয়ানায় চলছে ভোটগণনা, বিপুলভাবে এগিয়ে বিজেপি

  • বৃহস্পতিবার সকাল থেকে  ভোটগণনা শুরু হয়েছে
  • হরিয়ানা ও মহারাষ্ট্রে সোমবার বিধানসভা নির্বাচন হয় 
  • দুই  রাজ্যে শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মেলে
  • বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই এগিয়ে যেতে থাকে বিজেপি
     

সোমবার হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়ে গিয়েছে। ভোট গণনার শুরুর পর দিকে বিজেপি ও কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। শুক্রবার ভোট গণনা শুরুর পর থেকে হরিয়ানায় বিজেপি তিনটি আসনে এগিয়ে ছিল এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি ও কংগ্রেসের মধ্যে পার্থক্য বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ বিজেপি ২৩টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস সেখানে মাত্র সাতটা আসনে এগিয়ে রয়েছে। 

মহারাষ্ট্রের ভোট গণনার চিত্র অনেকটা হরিয়ানার মতো। এখানেও  ভোট গণনার শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত পাওয়া গেলেও, তা বেশিক্ষণ টেকে না। সময় যত বাড়ছে বিজেপির সঙ্গে কংগ্রেসর এগিয়ে থাকা আসনের পার্থক্য তত বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রের ২৮৮ আসনের বিধনসভা আসনের ম্যাজিক ফিগার ১৪৫টি। তার মধ্যে কংগ্রেস ও এনসিপির জোট যেখানে ২২টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি ও শিবসেনা জোট ৬৩ আসনে এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র