মাইনে পেয়ে খরচ করার আগে অবশ্যই করুন এই কাজ, মিলবে সৌভাগ্য

Published : Oct 15, 2019, 04:35 PM IST
মাইনে পেয়ে খরচ করার আগে অবশ্যই করুন এই কাজ, মিলবে সৌভাগ্য

সংক্ষিপ্ত

মাইনে যদি সঠিকভাবে খরচ করেন তবে ফিরবে আপনার সৌভাগ্যও বেতন কীভাবে খরচ করছেন তার উপর নির্ভর করে আপনার সৌভাগ্য পুরাণ মতে, দানের ফলে পুণ্যলাভের কথা উল্লেখ রয়েছে কীভাবে আপনি মাইনে সঠিকভাবে খরচ করে পুণ্য অর্জণ করবেন, জেনে নিন

রোজগারের পরিমান যাই হোক না কেন, যদি তা সঠিকভাবে খরচ করেন তবে ফিরতে পারবে আপনার সৌভাগ্যও। শুনতে অবাক লাগলেও জ্যোতিষশাস্ত্র মতে, বেতন কীভাবে খরচ করছেন তার উপর নির্ভর করে আপনার সৌভাগ্য। হিন্দু সনাতন ধর্ম মতে, রোজগার করা টাকা যদি সঠিকভাবে খরচ এবং সঞ্চয় করা না যায়, তাহলে জীবনে দেখা যায় বিভিন্ন সমস্যা। তবে কীভাবে আপনি মাইনে সঠিকভাবে খরচ করে পুণ্য অর্জণ করবেন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন- জেনে নিন রাশি অনুযায়ী কোন রং আপনার জীবনে বাধা -বিপত্তি কাটাতে সাহায্য করবে

পুরাণ মতে, দানের ফলে পুণ্যলাভের কথা উল্লেখ রয়েছে। তাই বেতন হাতে পাওয়ার পরেই সাধ্যমত কিছু দান করুন। তবে দানে যেন কোনও ভাবেই আপনার অহং বোধ না জন্মায়। আপনার মধ্যে দাম্ভিকভাব প্রকাশ পেলেই সেই দানে আর কোনও পুণ্যলাভ হয় না। মাইনের পরিমান যতই কম হোক তার মধ্যেই একটু অংশ দান করুন। দান করার পাশাপাশি যতটুকু সম্ভব সঞ্চয় করুন। 

আরও পড়ুন- প্রতি মঙ্গলবার মেনে চলুন এই কয়েকটি নিয়ম, মিলবে সৌভাগ্য

সারা জীবন আয়ের অর্থের সামান্য পরিমান সঞ্চয় করুন। যেটুকু অর্থ সঞ্চয় করবেন সেইটুকু ভবিষ্যতে বিপদে কাজে দেবে। তবে জ্যোতিষশাস্ত্রে সঞ্চয় ও দানের পাশাপাশি এই কথাও উল্লেখ রয়েছে, সারাজীবন কষ্ট করে আয়ের পাশাপাশি নিজের জন্য খরচও করুন। কৃপণের মত অর্থ সঞ্চয় করলে নিজে কোনওদিনই তা ভোগ করতে পারবেন না। তাই বুঝে খরচ ও সঞ্চয় দুই করুন। তবেই সুরক্ষিত থাকবেন আপনি ও আপনার পরিবারের ভবিষ্যৎ। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: চারপাশের লোকেরা সঙ্গীকে ঠিকভাবে বুঝতে পারবে না ! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ সুখ এবং লক্ষ্মীলাভের প্রবল সম্ভাবনা ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল