বৃহস্পতিবারে এই চারটি কাজ ভুলেও করবেন না

  • সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি
  • পৃথিবীর আকাশে দৃশ্যমান তৃতীয় উজ্জ্বল জ্যোতিষ্ক
  • জুপিটার রোমান পুরাণের প্রধান দেবতা
  • সৌরমন্ডলের গ্রহদের মধ্যে বৃহস্পতি হল গুরুগ্রহ

সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি ব্যতিত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলেও বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি।  এটি পৃথিবীর আকাশে দৃশ্যমান তৃতীয় উজ্জ্বল জ্যোতিষ্ক। কেবল চাঁদ এবং শুক্র গ্রহের উজ্জ্বলতা এর থেকে বেশি। অবশ্য কক্ষপথের কিছু বিন্দুতে মঙ্গল গ্রহের উজ্জ্বলতা বৃহস্পতির চেয়ে বেশি হয়ে থাকে। সুপ্রাচীনকাল থেকেই গ্রহটি জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষীদের কাছে পরিচিত। বিভিন্ন সংস্কৃতির প্রচুর পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাসও আবর্তিত হয়েছে বৃহস্পতিকে কেন্দ্র করে। রোমানরা গ্রহটির নাম রেখেছিল পৌরাণিক চরিত্র জুপিটারের নামে। জুপিটার রোমান পুরাণের প্রধান দেবতা। এই নামটি প্রাক-ইন্দো-ইউরোপীয় ভোকেটিভ কাঠামো থেকে এসেছে যার অর্থ ছিল আকাশের পিতা।

আরও পড়ুন- কেমন কাটবে বৃহস্পতিবারের সারাদিন, দেখে নিন আজকের রাশিফল

Latest Videos

এই কারনেই বৃহস্পতিবারে করা কিছু কাজ গুরুগ্রহ বৃহস্পতিকে রুষ্ট করে, ফলে জীবনে নেমে আসে চরম দুর্দষা। তাই প্রতিটি ব্যক্তিকেই বৃহস্পতিবারে এই বিশেষ কাজগুলি করতে মানা করে জ্যোতিষশাস্ত্র। জেনে নিন সেই কাজগুলি কী কী।

আরও পড়ুন- প্রয়োজনে হোক বা প্রসাধণী হিসেবে, না ঠকে বেছে নিন খাঁটি মুক্তো

বৃহস্পতিবারে নখ কাটা একটি অশুভ কাজ বলে মনে করা হয়। এই অভ্যাসটি থাকলে বৈবাহিক জীবনে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হয় বলে মনে করা হয়।

বাস্তু মতে বৃহস্পতিবারে উত্তর পূর্ব দিকে কোনও ভাবেই নোংরা করা চলবে না। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 

আরও পড়ুন- দুর্ঘটনার কবলে কেন পড়ে মানুষ, এই বিষয়ে কি বলছে জ্যোতিষশাস্ত্র

এই দিনে মহিলাদের চুলে শ্যাম্পু করা একদমই উচিৎ নয়। বৃহস্পতি হল গুরু গ্রহ যা বিবাহিত জীবনের উপর বিশাল প্রভাব বিস্তার করে। তাই এই দিনে শ্যাম্পু করলে মহিলাদের বিবাহিত জীবনে ব্যাপক প্রভাব পড়ে।

এই দিনে মহিলা পুরুষ নির্বিশেষে চুল কাটানো উচিৎ নয়। এই ধরণের কাজে দেবগুরু বৃহস্পতি রুষ্ট হন, ফলে জীবনে নেমে আসে চরম দুর্বস্থা।

Share this article
click me!

Latest Videos

'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |