সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সময়কে মাথায় রেখে চলার পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাও কিন্তু সমান জরুরি। বাড়ির দেওয়ালে একটা বড় ঘড়ি না থাকলে সময়ের হিসাবটা যেন ঠিক থাকে না। তবে বাড়িতে কোথায় কীভাবে ঘড়ি রাখলে ভাল সময় থাকবে আপনার হাতের মুঠোয়ে রইল সেই টিপস।
১) শোওয়ার ঘরের উত্তর দিকে মুখ করে ঘড়ি লাগান এতে সংসারা আর্থিক অপচয় কমবে। সেইসঙ্গে সঞ্চয়ও বৃদ্ধি পাবে।
২) শোওয়ার ঘরে গোলাকৃতির ঘড়ি লাগান। বাস্তুবিদরা বলেন এতে গৃহের সুখ-শান্তি বৃদ্ধি পায়।
৩) বাড়িতে পেন্ডুলাম লাগানো ঘড়ি রাখা অনেকেই পছন্দ করেন। পেন্ডুলাম লাগানো ঘড়ি বাড়িতে রাখলে পরিবারের খারাপ সময় কাটিয়ে দেয়।
৪) জীবনে নতুন কোনও নতুন সম্ভাবনার প্রত্যাশা করছেন, সেক্ষেত্রে বাড়ির পশ্চিম দিকে মুখ করে ঘড়ি লাগান, সুফল পাবেন।
৫) সময় মিলিয়ে ঘড়ির সময় সর্বদা সঠিক রাখার চেষ্টা করুন। ঘড়ির সময়ে এগিয়ে বা পিছিয়ে রাখা হলে তা আপনার সৌভাগ্যের ওপর অনেকটাই প্রভাব বিস্তার করে।
৬) ঘরের কোনও দরজার মাথায় ঘড়ি রাখলে তা আপনার পরিবারের ওপর একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ঘরের দরজার মাথায় কখনওই ঘড়ি রাখবেন না।