সৌভাগ্য বজায় রাখতে, সব সময় সঙ্গে রাখুন এই জিনিসগুলি

  • কঠিন পরিশ্রম ও মেহনতের পর জীবনে আসে সাফল্য
  • জীবনে সাফল্য আসা মানেই সৌভাগ্য আপনার হাতের মুঠোয়
  • সৌভাগ্য ধরে রাখতে কয়েকটি জিনিস সব সময় সঙ্গে রাখা প্রয়োজন
  • জেনে নিন সেই জিনিসগুলির তালিকা

অনেক সংস্কৃতির মধ্যেই জ্যোতির্বিজ্ঞানের ঘটনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতীয়, চীনা ও মায়া সভ্যতার অধিবাসীগণ মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে পার্থিব ঘটনাগুলির ভবিষ্যদ্বাণী করার জন্য এই বিষয়ের চর্চা এবং উন্নয়ন সাধন করেছিলেন। পশ্চিমে, জ্যোতিষশাস্ত্র প্রায়ই একজন ব্যক্তির ব্যক্তিত্বের ব্যাখ্যা করার জন্য এবং তার জন্মের সময় সূর্য, চন্দ্র, এবং অন্যান্য জ্যোতিষ্কগুলির অবস্থানের উপর ভিত্তি করে তার জীবনের ভবিষ্যদ্বাণী করার জন্য ব্যবহৃত হত।

আরও পড়ুন- আপনার নেগেটিভ মনোভাব দূর করবে এই এসেনশিয়াল অয়েলগুলি

Latest Videos

জ্যোতিষশাস্ত্র অতি প্রাচীন এবং এটি বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সভ্যতার মানবগোষ্ঠির দ্বারা চর্চিত, পরিবর্তিত ও পরিবর্ধিত হয়েছে। তাই কোন একটি বিশেষ সময়কে জ্যোতিষশাস্ত্রের সৃষ্টিকাল হিসেবে চিহ্নিত করা যুক্তিযুক্ত নয়। এই জ্যোতিষশাস্ত্র মতে আপনার নিজেইন বজায় রাখতে পারেন আপনার সৌভাগ্য। 

আরও পড়ুন- মধুর উপকার তো জানেন, রোগ নিরাময়ে ব্যবহার করুন নিয়ম মেনে

কঠিন পরিশ্রম ও মেহনতের পর  একজন মানুষ জীবনে সাফল্য লাভ করে। আর জীবনে সাফল্য আসা মানেই সৌভাগ্য আপনার হাতের মুঠোয়। কিন্তু জ্যোতিষ ও বাস্তু শাস্ত্র মতে বলা হয় যে, সৌভাগ্য যদি ধরে রাখতে চান তাহলে কয়েকটি জিনিস সব সময় সঙ্গে রাখা প্রয়োজন। জেনে নেওয়া যাক, বাস্তু শাস্ত্রমতে কোন জিনিসগুলি আপনার সঙ্গে রাখলে সৌভাগ্য সবসময় আপনার সঙ্গে থাকবে।

আরও পড়ুন- পা ফাটার সমস্যা রয়েছে, মরশুম বদলের আগেই যত্ন নিন পায়ের

কালো ঘোড়ার খুর- বাস্তু শাস্ত্রমতে ঘোড়ার খুর রাখলে, তা জীবনে সৌভাগ্য বয়ে আনে, এই টোটকা অনেকেরই জানা। তাই অনেকে বাড়িতে এই ঘোড়ার খুর দেখা যায়। তবে এটি বাড়িতে রাখলেই হবে না শনিবার বাড়ির দক্ষিণ দেওয়ালে রাখতে হবে এই খুর। যদি সম্ভন হয়, তাহলে এই ঘোড়ার খুরের খানিকটা অংশ সঙ্গে রাখুন, ভাগ্য ফিরবেই। বাস্তু মতে, এই জিনি, শনির দশা কাটাতেও দারুন কাজ করে।

সাদা পাথর- অনেকেই হয়তো জানা যে, একটি সাদা পাথর অংটি হিসেবে বা অলংকার হিসেবে ধারণ করতে পারলে খুব সহজেই অবসাদগ্রস্ততা থেকে মুক্তি পাওয়া যায়। তা সে সাদা রং এর পাথর হোক বা মানসিক চাঞ্চল্য ও উদ্বেগ কাটিয়ে ওঠা যায় সহজেই। 

বাস্তুমতে জীবন সম্পূর্ণতার প্রতীক হল ত্রিভুজাকৃতি। তাই হাতের মুঠোয় সৌভাগ্যকে ধরে রাখতে ধাতুর তৈরি ত্রিভুজাকৃতি গহনা বা অলংকার ধারন করুন। সমস্যা কাটিয়ে সৌভাগ্য ফিরে পাবেন সহজেই।

চাকরী বা পরীক্ষামূলক কোনও সমস্যা কাটিয়ে সৌভাগ্য ফিরে পেতে সঙ্গে রাখুন অশত্থ পাতা। প্রেম জীবনে বা সংসার সম্পর্কিত কোনও সমস্যা থাকলে ময়ূরের পালক সঙ্গে রাখুন।
 

Share this article
click me!

Latest Videos

চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today