কর্মস্থলে সমস্যা! জেনে নিন কোন রাশির জাতকদের কোন পেশায় উন্নতি

  • কর্মক্ষেত্রে নানা সমস্যার সন্মুখীন হওয়ার কারণ জানুন
  • বেশ ভালো কাজ করার সত্ত্বেও মেলেনা প্রশংসা
  • নিজের রাশি অনুযায়ী ঠিক পেশায় আছেন কি না জানুন
  • জেনে নিন আপনার জন্য কোন পেশায় উন্নতি লুকিয়ে আচ্ছে

মন দিয়ে কর্মস্থলে কাজ করছেন, তবুও কোথাও গিয়ে যেন উন্নতির পথে কিছু না কিছু বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রতিমুহূর্তে। ফলেই তা থেকে সমস্যার সৃষ্টি, পদোন্নতিতে বাধা, নানান প্রকারের সমস্যায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠছে। ভেবে দেখেছেন কখনও আপনার রাশি অনুযায়ী কোন পেশায় গেলে আপনার ভাগ্য খুলে যেত এক নিমিশে! অনেকে দেখবেন আপনার মতন কাজ করার পরও অন্যজন এগিয়ে যাচ্ছে। কারণ তার পথে বাধার পরিমাণ অনেকটা কম। কারণ তিনি হয়তো নিজের রাশি অনুযায়ী সঠিক পেশাই বেছে নিয়েছেন। তাই জেনে নিন আপনার ভাগ্য অনুযায়ী কোন পেশায় থাকলে মিলবে উন্নতি। 

মেষ- এই রাশির জাতকদের ডাক্তার, পুলিশ ও প্রশাসনের কাজ যুক্ত পেশা বেছে নেওয়া উচিত।

Latest Videos

বৃষ- এই রাশির জাতকেরা ব্যাঙ্ক, কলাবিভাগ, সাহিত্য বিভাগের সঙ্গে যুক্ত থাকলে মিলবে সুফল।  

মিথুন- বীমার কাজ, রেল, কিংবা যানবাহনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজ যদি করে থাকেন এরা তবে উন্নতি নিশ্চিত।

কর্কট-  ব্যবসার কাজে যুক্ত থাকতে পারেন, সঙ্গে রাজনীতি, শিল্পকলার সঙ্গে যুক্ত থাকলে মিলবে পদোন্নতি।

সিংহ- এই রাশির ক্ষেত্রে সাংবাদিকতা, আইন সংক্রান্ত কাজ, শিল্পের কাজে যুক্ত থাকবেন যারা তাদের পক্ষে শুভ।

কন্যা- গবেষণার কাজ, সাংবাদিকতার কাজ, প্রকাশনার কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা উচিত এই রাশির জাতকদের জন্য। 

তুলা- এই রৈশ্র জাতকেরা যদি নিজেকে গবেষণার কাজের সঙ্গে যুক্ত রাখতে পারেন তবে মিলবে বিস্তর সন্মান ও সাফল্য। 

বৃশ্চিক- সুদের ব্যবসা, আইন সংক্রান্ত কাজ, রাজনীতি, শিক্ষকতা সব জায়গাতেই এদের জুড়ি মেলা ভার। 

ধনু- বিজ্ঞাপন জগতের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারেন, সঙ্গে মুদ্রণ, অভিনয় জগতের সঙ্গেই নিজেকে যুক্ত রাখতে পারেন। 

মকর- হিসেবের কাজ, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজির কাজে নিজেকে যুক্ত রাখতে পারেন। 

কুম্ভ - জ্যোতিষচর্চা, সাহিত্যচর্চা, ব্যাঙ্কের কাজ, পুলিশের কাজে নিজেগে নিয়োগ করুন।  

মীন- চিকিৎসা, শিল্প, বিদেশের দিয়ে চাকরি করার বিষয়ে এই রাশির উন্নতি নজর কাড়ার মতন।

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari