প্রেম, স্বাস্থ্য, অর্থ! কোন রাশির ভাগ্য আজ কেমন

swaralipi dasgupta |  
Published : May 11, 2019, 11:50 AM IST
প্রেম, স্বাস্থ্য, অর্থ! কোন রাশির ভাগ্য আজ কেমন

সংক্ষিপ্ত

প্রেম ভাগ্য়, স্বাস্থা ভাগ্য় নাকি অথর্ভাগ্য়, আপনার রাশিতে আজ কোনটা ভাল জেনে নিন, আজকের দিন আপনার রাশির জন্য় কেমন য়াবে 

১১ মে(শনিবার), ২০১৯

মেষ(২১ মার্চ-২০ এপ্রিল)- মোটের উপর আপনার জন্য শুভ দিন। বহুদিন ধরে যা পাওয়ার চেষ্টা করছেন, আজ তা-ই পাবেন। আপনার অভিব্যক্তি সকলকে মুগ্ধ করবে। অর্থভাগ্য ভাল। তবে শরীরের দিকে খেয়াল রাখুন। 

বৃষ(২১ এপ্রিল-২১ মে)-  দিনের শুরুটা কাজের মধ্য়ে দিয়ে যাবে। আপনি নিজের লক্ষ্যে স্থির থাকেন। তাই ভাল ফল পাবেন। দিনের শেষটা বন্ধু বা আত্মীয়দের সঙ্গে আড্ডায় কাটবে। 

মিথুন(২২ মে- ২১ জুন)- বহু লোকের বহু দাবি মেটাতে হবে। তবে সবটাই মেটাতে পারবেন না। আপনার সৃজনশীলতা ও বুদ্ধি আজ প্রশংসিত হবে।
‌‌
কর্কট(২২জুন-২২জুলাই)-   কিছু পরিবর্তন আসবে আজ। আবেগে ভাসবেন না। মানিয়ে চলার চেষ্টা করলে সব ঠিক হবে। আজ প্রিয়জনদের সঙ্গে আড্ডা দিন। সাফল্য খুব শীঘ্রই  আসবে। 

সিংহ(২৩ জুলাই-২৩ অগস্ট)- সবার প্রশংসা পেয়েও মনে সন্তুষ্টি আসবে না। কোনও  বিষয় নিয়ে আপনি খুব চিন্তিত রয়েছেন, তা বজায় থাকবে। ব্যক্তিগত জীবনে এমন কিছু হারিয়েছেন, তা নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়বেন। ভবিষ্যৎ নিয়েও চিন্তায় থাকবেন। 

কন্যা(২৪ অগস্ট-২২ সেপ্টেম্বর)- পারিবারিক সমস্যা থাকবে। ব্যবসার জন্য এই দিন শুভ। দিনের শেষটা শান্তিতে কাটবে। 

তুলা(২৩ সেপ্টেম্বর- ২৩ অক্টোবর)-  আজ কোনও সুখবর পেয়ে অবাক হবেন। তার জন্য প্রস্তুত থাকবেন। আর চিন্তা করা কমালে শান্তি খুঁজে পাবেন। 

বৃশ্চিক(২৪ অক্টোবর- ২২ নভেম্বর)- আজ মানুষের মন জয় করার দিন। নিজের মনের কথাও আজ প্রকাশ করতে পারবেন। চাকুরি ক্ষেত্রে ব্যস্ততায় দিন কাটবে। ব্যবসায় সাফল্য। 

ধনু(২৩ নভেম্বর- ২১ ডিসেম্বর)- কোনও কিছিতে অসফল হলেই ভেঙে পড়বেন না। হতাশ হবেন না। অপেক্ষা করুন। সঠিক সময় আসবে।

মকর(২২ ডিসেম্বর- ২০ জানুয়ারি)- সংবেদনশীল হয়ে পড়বেন আজ। তবে নিজের আবেগকে দুর্বলতার স্থানে পৌঁছে দেবেন না। মাথা দিয়ে ভেবে সিদ্ধান্ত নিন। প্রেমে খুব বুঝে সিদ্ধান্ত নিন। পেটের সমস্যা আজ ভুগবেন। 

কুম্ভ(২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি)- আজ নিজের মনে নানা রকমের সন্দেহ বাসা বাঁধবে। তবে চাকরির ক্ষেত্রে আজ দিনটা শুভ। শরীর ভাল থাকবে। 

মীন(১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ)- অর্থভাগ্য ভাল আজ। ব্যবসায় আজ অর্থ  বিনিয়োগ করতে পারেন। মানুষের সঙ্গে সুসংযোগ রাখার ভাল ফল পাবেন আজ। 
 

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল