পূরাণ মতে সপ্তাহের এই দিনে এই দেবতার পুজোয় মিলবে শান্তি, কেটে যাবে বাধা-বিপত্তি

  • ঈশ্বরের প্রতি বিশ্বাস কম-বেশি সকলেরই রয়েছে
  • এই বিশ্বাসের উপর ভর করেই অনেক মানুষ অনেক বাধা-বিপত্তি কাটিয়ে উঠতে পারেন
  • পূরাণ মতে কোন দিন কোন দেবতার পুজো করা উচিত 
  • জেনে নিন কোন দিনে কোন দেবতার পুজো করবেন

Indrani Mukherjee | Published : Jun 24, 2019 4:42 AM IST

ঈশ্বরের প্রতি বিশ্বাস কম-বেশি সকলেরই রয়েছে। আর এই বিশ্বাসের উপর ভর করেই অনেক মানুষ অনেক বাধা-বিপত্তি কাটিয়ে উঠতে পারেন। তবে কেবলমাত্র অন্ধবিশ্বাসই নয়, ঠাকুরপুজের মাধ্যমে মনের  একাগ্রতা বাড়ে, কর্মে নতুন উদ্যোম ফিরে পাওয়া যায়। তবে পুজার্চনারক্ষেত্রে কিছু নিয়ম সকলেই মেনে চলেন, অর্থাৎ কোন সময়ে পুজো করা উচিত, কী কী উপাচার সহযোগে পুজো করলে তা শুভ ইত্যাতি। তবে এবার জেনে নিন যে, পূরাণ সপ্তাহের কোন দিনে কোন দেবতার পুজো করা উচিত। 

Share this article
click me!