বছরের শেষ মাসের এই দশকের অন্তিম পূর্ণিমা আজ। বৃহস্পতিবার উজ্জ্বলভাবে আলোকিত হবে ২০১৯ সালের শেষ পূর্ণিমা। কাকতালীয়ভাবেই ১২/১২ তে ১২:১২ তে পূর্ণ হবে। অর্থাৎ এই বছরের ১২ তম মাসের ১২ তারিখে ১২টা বেজে ১২ মিনিটে বুধবার রাতে পূর্ণিমা লাগবে। শীতের সময় তাপমাত্রা কম থাকায় বছরের অন্তিম এই পূর্ণিমা ডিসেম্বরের শীতল চাঁদ নামে পরিচিত। স্পেস ডটকমের তথ্যানুসারে, ডিসেম্বরের পূর্ণিমা "গ্রহ শুক্র এবং শনি একসঙ্গে যোগ হবে। যার প্রভাব পরবে রাশি লগ্নের উপর। জেনে নেওয়া যাক বছরের ও দশকের অন্তিম এই পূর্ণিমা কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে।
আরও পড়ুন- কেমন কাটবে বৃহস্পতিবারের সারাদিন, দেখে নিন আজকের রাশিফল
মেষ – বন্ধুর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার হতে পারেন। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে।
বৃষ– সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব থাকবে। বাড়িতে সকলে মিলে ঘুরতে যাওয়ার ফলে আনন্দ বৃদ্ধি পাবে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।
মিথুন– ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। আজ ভ্রমণের জন্য দিনটি খুব ভাল। সারাদিন আনন্দের সঙ্গে কাটবে।
আরও পড়ুন- নতুন বছরে কেমন হবে মকর রাশির কর্মজীবন, জেনে নিন
কর্কট– স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা হতে পারে। সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে।
সিংহ– নিজ বুদ্ধির কারণে বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। ব্যঙ্কের ঋণ মঞ্জুর হতে পারে।
কন্যা– সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। যানবাহনে ওঠা-নামার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে।
তুলা– অতিরিক্ত খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। বাবার জন্য কোনও চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজ কোনও জটিল সমস্যার সমাধান হতে পারে।
আরও পড়ুন- মেষ রাশির কতটা উন্নতি হবে ডিসেম্বর মাসে, দেখে নিন
বৃশ্চিক – আজ আপনার কোনও কাজ স্বীকৃতি লাভ করবে। কোনও আত্মীয়ের সঙ্গে সমস্যা দেখা দিতে পারে।
ধনু– স্ত্রীর উদ্যোগে ব্যবসায় সাফল্য লাভের যোগ রয়েছে। প্রতিবেশীর সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে।
মকর– আইনি ঝামেলা থেকে মুক্তি মিলতে পারে। ঘুরতে যাওয়া কোনও কারণে বাতিল হতে পারে।
কুম্ভ– অফিসে কাজের দ্বায়িত্ব বাড়তে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন। সন্তানদের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে।
মীন– কোনও ভাল কাজের জন্য সাফল্য লাভ পেতে পারে। ভালো কোনও উপহার পেতে পারেন।