আজ কী হবে আপনার সৌভাগ্যের চাবিকাঠি- জেনে নিন আজকের রাশিফল
কেমন কাটবে আজকের দিন
কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ
প্রেমার জন্য আজকের দিনটি কেমন
debojyoti AN | Published : Jun 1, 2019 4:12 AM IST
মেষ- নিজের মতে কোনো কাজ করায় সংসারে বিবাদ দেখা দিতে পারে। শত্রুর কারণে ব্যবসার ক্ষতি হতে পারে। কিছু পাওনা আদায় হবে। আর্থিক ব্যাপারে মনে আনন্দ বাড়তে পারে, তবে আজ খরচ বৃদ্ধি পেতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি শুভ।
বৃষ- আজ কোনও পরিকল্পনা নষ্ট হতে পারে। কোমরের নিচে যন্ত্রণা বাড়তে পারে। পরিবারে বিবাদ। ব্যবসায় শুভ যোগ থাকলেও আজ চাপ বাড়বে। কর্মস্থানে জটিলতা দেখা দিতে পারে আজ। আজ কোথাও বাড়াতে না যাওয়াই ভাল।
মিথুন- মাথায় আঘাত লাগা থেকে সাবধান থাকুন। পরিবারে অশান্তি বাড়তে পারে। পারিবারিক কোনো কারণে বদনামও হতে পারেন। গৃহ নির্মাণের জন্য আলোচনা এগোবে আজ। ব্যবসায় ভালো-মন্দ থাকবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য সুযোগ পাবেন আজ।
কর্কট- কোনো কাজের জন্য মনে অপরাধবোধ জাগতে পারে। প্রেমের ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে আজ। রাজনীতিকদের জন্য আজকের দিনটি সমস্যাসঙ্কুল। কোনো বাইরের লোকের জন্য পরিবারে বাড়িতে অশান্তি। বাড়তি খরচের জন্যও পরিবারে অশান্তি হতে পারে আজ।
সিংহ- পাওনা অর্থ আদায় হতে পারে। কাজের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। প্রেমিক-প্রেমিকার সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। রাস্তায় একটু সাবধানা চলাফেরা করুন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি হবে আজ। খুটিনাটি বিষয় থেকেই সংসারে দেখা দিতে পারে অসান্তি।
কন্যা- কোনো কাজের জন্য চেষ্টা সফল হতে পারে। বিদেশে ভ্রমণের যোগ আছে। বাড়িতে অনেক আত্মীয় আসতে পারে। পেটের কোনো কষ্ট হওয়ার জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রেম নিয়ে মানসিক চাপ থাকবে আজ। আজকের দিনে অন্তত বন্ধুদের বিশ্বাস না করাই ভাল।
তুলা-সাংসারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন আজ। ব্যবসার ক্ষেত্রে পাওনা আদায় হতে পারে। কাজের ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার যোগ। সামাজিক কোনো কাজে ব্যস্ত থাকতে হতে পারে আজ। ভ্রমণের যোগ ও যাত্রাযোগ শুভ।
বৃশ্চিক- বুঝে চলার জন্য বাড়িতে বিবাদ থেকে রক্ষা পাবেন। সন্তানের জন্য মনে আনন্দ বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে আশাভঙ্গ হতে পারে। গুরুজনের সঙ্গে কোনো তর্ক-বিতর্কে জড়িয়ে পারেন আজ। ঠাণ্ডা লাগার জন্য কষ্ট পাবেন। প্রেমার জন্য আজকের দিনটি শুভ।
ধনু- আধ্যাত্মিক বিষয়ে মন দিন। আপনার ব্যবহারের জন্য সকলের কাছে প্রিয়ভাজন হয়ে উঠতে পারেন আজ। কর্মক্ষেত্রে শুভ যোগ। খুব কাছের মানুষের কাছে ঠকতে হতে পারে আজ। প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বা আজ।
মকর- নতুন কাজের চেষ্টা বাড়তে পরে। চাকরিতে কাজের চাপের জন্য ক্লান্তি। আজ অযথা অপমানিত হতে পারেন। ব্যবসার দিকে একটু মন দিতে হবে। সন্তানদের সঙ্গে মতের অমিল হতে পারে আজ। ভাল কাজের জন্য সকলের বাহবা পেতে পারেন আজ।
কুম্ভ- বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। ব্যবসার দিকে আজ ভাগ্য সঙ্গ দেবে না আজ। শিক্ষার্থীদের পড়াশুনার দিকে চঞ্চলতা বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে আজ। প্রেমিক-প্রেমিকার সঙ্গে বিবাদে জড়াতে হতে পারে। যাত্রাযোগ শুভ।
মীন- আজ এমন কিছু ঘটতে পারে যাতে হতবাক হবেন, মানসিকভাবে কষ্ট বাড়তে পারে আজ। ব্যবসার ব্যাপারে কিছু খারাপ চিন্তা আসতে পারে আজ। রক্তপাতে থেকে সাবধান থাকুন। প্রেমের জন্য আজকার দিনটি শুভ।