আজ লক্ষীলাভের সম্ভাবনা কতটুকু, গৃহলক্ষী কি সহায় হবেন আজ, কী বলছে আজকের রাশিফল

Published : Jun 06, 2019, 09:30 AM IST
আজ লক্ষীলাভের সম্ভাবনা কতটুকু, গৃহলক্ষী কি সহায় হবেন আজ, কী বলছে আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কেমন কাটবে আজকের দিন কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ কী বলছে আজকের রাশিফল

  • মেষ - আজ সকাল থেকে কোনও এক অজ্ঞাত কারণে মন খারাপ থাকতে পারে। অফিসের কাজে হঠাৎ রুটিন পরিবর্তন ঘটতে পারে আজ। মনের মানুষের সঙ্গে আজ সব বোঝাপড়া মিটিয়ে ফেলুন। কর্মক্ষেত্রে আজ ইতিবাচক মানসিকতা বজায় রাখুন। ধীরে হলেও সাফল্য আসবেই। 
  • বৃষ-  লাভের নিশ্চয়তা আছে বলেই আজ বিনিয়োগ করুন সাধ্যমতো। আজ আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মন দিন। মন থেকে নেতিবাচক চিন্তা দূরে রাখুন তবেই কর্মক্ষেত্রে সুনাম অর্জল করবেন। আজ খেলোয়াড়দের জন্য খুব ভাল দিন। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় মন দিন। আত্মীয়ের কারও বিয়ের অনুষ্ঠানের যোগ দিতে হতে পারে আজ।
  • মিথুন- আপনার কাজের গতি ভাবনার গতিকে ছাড়িয়ে যেতে পারে। ব্যবহারেই আপনার পরিচয়, তাই নিজের ভাল ব্যবহারের দ্বারা অন্যের মন জেতার চেষ্টা করুন। ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে আজ ঋণ সংক্রান্ত কাজে সাফল্য মিলতে পারে। পৈত্রিক সম্পত্তি নিয়ে আজ পেরিবারিক বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে আজ। 
  • কর্কট -কর্মক্ষেত্রে আজ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজের লক্ষ্যকে স্থির করুন। আজ অর্থাগম ঘটতে পারে। প্রেমের সম্পর্কে কেউ বাধা সৃষ্টি করতে পারে আজ। ভ্রমণের জন্য আজকের দিনটি শুভ নয়। আলস্য কাটিয়ে কাজে মন দিন, সাফল্য আসবেই। 
  • সিংহ - আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনও লাভ হবে না। আপাতত ধৈর্য্য ধরা ছাড়া কোনও উপায় নেই। আজ আপনাকে বড় কোনও দায়িত্ব কাঁধে নিতে হতে পারে। আজ প্রতিবেশির কারও উপকারেও এগিয়ে যেতে হতে পারে। আজ খরচ বৃদ্ধির সম্ভাবনা প্রবল। প্রেমার জন্য আজকের দিনটি শুভ। 
  • কন্যা- সব বিষয়ে এগিয়ে এলে বিপদ হতে পারে আজ। অনেক দিন পর খুব তৃপ্তি সহকারে নিজের কাজ উপভোগ করবেন আজ। আজ কোনও বিষয়ে অকারণে অর্থব্যয় হতে পারে। শিক্ষার্থীদের কারো বিদেশে লেখাপড়ার সুযোগ আসবে।
  • তুলা - কোনও প্রতিযোগিতায় জয়লাভ করতে পারেন আজ। মাত্রা ছাড়া আবেগ আজ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে নতুন অনেক অভিজ্ঞতার সঞ্চার হতে পারে।  রপ্তানি বাণিজ্য ও শেয়ার ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। আজ দূরে কোথাও ভ্রমণ না করাই ভাল।
  • বৃশ্চিক- সব দিক থেকে আপনার অনুকুল থাকবে। অনেক পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে আজ। তবে ব্যবসার হিসাব আজ মেলানো কষ্টকর হবে। আজ কোনও শক্তি আপনার প্রেম জীবনের প্রতি বাধা হয়ে দাঁড়াতে পারবে না। 
  • ধনু - আজ ব্যবসাক্ষেত্রে একটু চাপে থাকার আশঙ্কা দেখা দেবে। যে আপনাকে সাহায্য করেছে তার অপরাধ হলেও দুর্ব্যবহার করবেন না। যে কাজ বুঝিয়ে বললে সম্ভব তা অযথা জোড় করে করার চেষ্টা করবেন না। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। পরিবারের সঙ্গে আজ সময়টা খুব ভালো কাটবে।
  • মকর- শারীরিক কিছু সমস্যা থাকলেও কাটিয়ে উঠবেন সহজেই। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদ হতে পারে। আজ অর্থের যোগ প্রবল। প্রিয় মানুষের সঙ্গে চলা বিবাদ আজ হয়তো কাটিয়ে উঠতে পারেন। সমস্যা নিয়ে চিন্তা না করে চুপচাপ থাকার চেষ্টা করুন। 
  • কুম্ভ- নিজেকে আজ কেন যেন অসহায় মনে হবে। কর্মক্ষেত্রে আজ কোনও রদ বদল হতে পারে আজ। কাছের বন্ধুদের সঙ্গে খুব ভাল সময় কাটবে আজ। পরিবারের কারো সফলতা শান্তি এনে দেবে মনে।
  • মীন- সকলের সঙ্গে সংযত হয়ে কথা বলুন আজ। আজ চাকুরিজীবিদের জন্য খুবই ভাল সময়। আজ নতুন কোনও কাজে সাফল্য আসতে পারে। সম্পত্তির কিছুটা অংশ আজ হাতছাড়া হয়ে যেতে পারে আজ। 

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল