মঙ্গলবার কার্তিক পূর্ণিমা দেবতাদের দীপাবলি উৎসব, এদিনে সমৃদ্ধিতে ভরে তুলুন আপনার সংসারও

  • মঙ্গলবার, সন্ধ্যা ৬টা বেজে ২ মিনিট অবধি থাকবে পূর্ণিমা
  • মঙ্গলবার পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ বলে মনে করা হয়
  • কার্তিক অমাবস্যার ঠিক ১৪ দিন পর আসে পবিত্র এই তিথি
  • এই তিথিতে স্বর্গে দেবতারা দীপাবলি উৎসব পালন করেন

বাংলার ২৪ কার্তিক ১৪২৬ ইংরেজির ১১ নভেম্বর  ২০১৯ সোমবার,  সন্ধ্যা ৬টা বেজে ২ মিনিট অবধি থাকবে পূর্ণিমা। মঙ্গলবার পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কার্তিক মাসের এই পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্তিক অমাবস্যার ঠিক ১৪ দিন পর আসে পবিত্র এই তিথি। এই তিথিতে স্বর্গে দেবতারা দীপাবলি উৎসব পালন করেন। শাস্ত্র মতে, এই তিথিতে দেবতারা মর্ত্যে এসে গঙ্গাস্নান করেন। 

আরও পড়ুন- কার্তিক মাসের পূর্ণিমা, কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে দেখে নিন

Latest Videos

মনে করা হয় এই তিথিতে গঙ্গাস্নান করলে সারা বছরের গঙ্গাস্নানের পূণ্যলাভ হয়। শাস্ত্রে উল্লেখ আছে, এই তিথি দেব-দীপাবলি উৎসব হিসেবে পরিচিত। এই দিনে দেবতারা পালন করেন দীপাবলি উৎসব। তাই মনের কামনা পূরণ করতে বিশেষ এই তিথিতেও প্রদীপ ভাসাতে পারেন। 

আরও পড়ুন- হাতের আঙ্গুল দেখেই চিনে নিন, কেমন ধরনের মানুষ তিনি

কার্তিক পূর্ণিমা এই দেব-দীপাবলি তিথিতে যদি দুঃস্থদের খাদ্য ও পোশাক দান করতে পারেন, তবে মহাপূণ্য লাভ হয়। এই তিথিতে লক্ষ্মী-নারায়ণের পুজো করলে সংসার ভরে ওঠে সমৃদ্ধিতে। এছাড়া বিশেষ এই তিথিতে পালিত হয় রাস যাত্রা। রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলতঃ শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণ কার্তিক মাসের এই পূর্ণিমাতেই বৃন্দাবনে রাধা-সহ সখীদের মেতেছিলেন রাসলীলায়। শ্রীশ্রীচৈতন্যমহাপ্রভু পরবর্তীকালে এই উৎসব মহোৎসবে পরিণত করেন।
 

Share this article
click me!

Latest Videos

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া Madhyamgram-এ | North 24 Parganas News Today