রাশিচক্র অনুযায়ী জেনে নিন আপনার মা কোন উপহারে আজ বেশি খুশি হবেন

  • জেনে  নিন মায়ের রাশি অনুযায়ী পছন্দের উপহার
  • কিভাবে পরিকল্পনা করবেন মাদার্স ডে

মাদার্স ডে, সবাই কিছু না কিছু পরিকল্পনা করছেন এই দিনটা ঘিরে। যদি এমনটা হত, যে আগে থেকেই জানা র কোনও উপায় থাকত যে কোন উপহারটা পেলে বা দিনটি কেমন করে সাজালে মা বেশি খুশি হবে, তবে কাজটা অনেকাংশে সহজ হয়ে যেত। তাই পরিকল্পনা করার আগে একবার দেখে নিন আপনার মায়ের রাশি অনুযায়ী কোন জিনিসটা তার সব থেকে পছন্দের।

 

Latest Videos

  • মেষঃ মা তুমিই ঠিক। এই একটা বাক্যতেই খুশি আপনার আপনার মা। যদি কোনও ব্যাক্তির গ্রহ অধিপতি মেষ হয় তবে তাকে সন্তুষ্ট রাখার মূল মন্ত্রই এটি।
  • বৃষ রাশিঃ সুন্দর কাগজে মোড়ানো দামী উপহার দিয়ে আজ অনায়াসে জয় করে নিতে পারেন আপনার মায়ের মন। এই রাশি জাত মায়েরা উপহার পেতে ভিষণ পছন্দ করেন।
  • মিথুনঃ এই রাশির মায়েদের গুণ অনেক। তাই পছন্দের তালিকাও বিশাল। যেমন বই, গান, সিনেমা, এরই মধ্যে থেকে বেছে নিয়ে আজকের দিনে মা-কে খুশি করে ফেলুন।
  • কর্কটঃ সপরিবারে, মায়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি তুলে তৈরি করে ফেলুন কোলাজ। দেখুন মুহুর্তে আপনার মা খুশি হয়ে উঠবে আর আপনিও দিনের সেরা উপহারটা ওনাকে দিতে পারবেন।
  • সিংহঃ সারা দিনটি আজ চুটিয়ে আনন্দ করুন। সিনেমা, ডিনার, পার্টি বন্ধুদের নিয়ে মায়ের জন্য এই দিনটি সুন্দর করে সাজিয়ে তুলুন। দেখবেন মুহূর্তে মায়ের দিনটি কেমন বদলে যায়।
  • কন্যাঃ এই গ্রহ জাত মায়েরা কথা বলতে বা গল্প করতে বেশি পছন্দ করেন। তাই আজকের দিনটা বেশিরভাগ সময় মায়ের সঙ্গে কাটান। তার ভালো রাগবে।
  • তুলাঃ এই গ্রহ জাত মায়েরা সাবেকিয়ানায় বেশি খুশি। তাই সুন্দর একটি ফুলের বোকে, ডিনার প্ল্যান করে তার সন্ধেটা সাজিয়ে দিন নিজের মতন করে।
  • বিশ্চিকঃ আপনি আর আপনার ছোটবেলার স্মৃতি। ব্যাস এতেই খুশি আপনার মা। দিনের যে কোনও একটা সময় মায়ের সঙ্গে নজের ছোট বেলার দিনগুলোয় ফিরে যান। দেখবেন ভালো লাগবে তার।
  • ধনুঃ অ্যাডভেঞ্চার প্রেমী এই মায়েদের দিনটি একটু অন্যরকম ভাবে সাজানো যেতে পারে, যেমন ধরুন একটা পছন্দের তালিকা করে সেগুলোকে পূরণ করতে বেড়িয়ে পড়া বাড়ি থেকে।
  • মকরঃ এই রাশির মায়েরা খুব পরিশ্রমি হয়ে থাকেন। তাই একটা ছুটির দিন তাকে উপহার দিন। বাড়ির সব কাজ নিজে হাতে করে তাকে নিয়ে বেড়িয়ে আসুন।
  • কুম্ভঃ চমক এই রাশির মায়েদের খুব পছন্দের একটা বিষয়। তাই তাকে না জানিয়েই একটা সুন্দর সন্ধে পরিকল্পনা করে তাকে উপহার দিন।
  • মীনঃ আপনার মায়ের ত্যাগ পরিশ্রম আপনাকে দেওয়া সময় সবটার জন্যই তাকে আজ বিশেষ অনুভুতি দিন। তার ভালো লাগবে। বুঝিয়ে দিন কাজের মধ্যে থাকলেও মায়ের অবদান ভোলার নয়।

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী