রাতে এই স্বপ্নগুলি দেখেন, হতে পারে বিপদ, বয়ে আনতে পারে মৃত্যুযোগও

Indrani Mukherjee |  
Published : Jun 13, 2019, 11:12 AM ISTUpdated : Jun 13, 2019, 11:38 AM IST
রাতে এই স্বপ্নগুলি দেখেন, হতে পারে বিপদ, বয়ে আনতে পারে মৃত্যুযোগও

সংক্ষিপ্ত

কেউ যেন ক্রমাগত ড্রাম বাজাচ্ছে স্বপ্নে পেট ভরে খাবার খাওয়ার  বেড়াতে যাওয়ার স্বপ্ন কাকের স্বপ্ন দেখা অশুভ

স্বপ্ন কে না দেখে, সারাদিন কাজের পর পরিশ্রান্ত মন স্বপ্ন দেখতে ভালবাসে। এই স্বপ্নের মধ্যেই ফুটে ওঠে নানরকম ঘটনা, যা আপনার মনকে অনেকসময়ে আন্দোলিত করে। অনেকসময়ে আবার এমন স্বপ্নও দেখা হয়, যার কোনও অর্থ নেই। কিছু কিছু স্বপ্ন আবার মনের মধ্যে এমন অজানা ভয় ঢুকিয়ে দেয়, যা দেখে অনেকসময়ে শিউরে উঠতে হয়। জানেন কী এক একরকম স্বপ্নের এক একরকম অর্থ হয়ে থাকে। কিছু কিছু স্বপ্ন এবার এমনও হয় যা আপনার ভবিষ্যতও বলে দিতে পারে। রইল এমনি কিছু স্বপ্নের কথা যা দেখলে হতে পারে বিপদ, কিছু কিছুক্ষেত্রে তা মৃত্যুরও সংকেত হতে পারে।   

১) চারিদিকে কেউ নেই, শুধু ভেসে আসছে ড্রাম বাজানোর শব্দ। মনে হচ্ছে কেউ যেন ক্রমাগত বাদ্য যন্ত্র বাজিয়ে চলছে আপনার কানের কাছে। এমন স্বপ্ন দেখা নাকি খুবই বিপজ্জনক। এই ড্রামের শব্দ হতে পারে আপনার শেষ যাত্রার বাজনা। 

২) স্বপ্নতে কি কখনও কাউকে পেট পুরে খাবার খেতে দেখেছেন? এমন খাওয়া-দাওয়ার স্বপ্ন দেখা মোটেও ভাল নয়। এমন কিছু দেখার অর্থ হল মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে।

৩) বলা হয় কোনও বিবাহিতা বা অবিবাহিতা নারী নিজেকে বিধবার বেশে দেখেন, তাহলে তা খুবই অশুভ। 

৪) মনে করুন আপনি কোথাও বেড়াতে যাবেন। তার আগের দিন আপনার পরিবারের কোনও সদস্য বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখল। তাহলে অবিলম্বে সেই ট্রিপ বাতিল করে দিন। কারণ এমন ধরনের স্বপ্ন দেখার অর্থ হল মারাত্মক খারাপ কিছু হওয়া।

কেমন যাবে আজ লক্ষীবার, কী বলছে আজকের রাশিফল

এই তিন রাশির মেয়েদের বিয়ে করলে জীবনে সুখী হবেন

৫) স্বপ্নে কাকের স্বপ্ন দেখা অশুভ। কারণ কাককে এমনিই অশুভ বলে মনে করা হয়েছ থাকে। কারণ, কাক মৃত্যুর সমার্থক। 

৬) স্বপ্নে কি কখনও ভাঙা মূর্তি এদিক ওদিক ছড়িয়ে পড়ে থাকতে দেখেছেন? এমন ভাঙা মূর্তির স্বপ্ন দেখলে কিন্তু বিপদ। কারণ ঘুমনোর সময় এমন কিছু দেখার অর্থ হল মৃত্যু আপনার চারিপাশে ঘোরাফেরা করছে।

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল