এই সব গাছ উপড়ে ফেললে হতে পারে মহাদোষ, নিয়ম মেনে কাটিয়ে ফেলুন

 

  • বাড়ির দেওয়ালে বা কার্নিশে অনেক সময় বট বা অশ্বত্থের মত গাছ জন্মাতে দেখা যায়
  • এই গাছের শিকড়গুলি বাড়ির দেওয়াল দুর্বল করে ক্ষতি করে বাড়ির
  • অনেকক্ষেত্রেই আমরা এই গাছগুলি তুলে ফেলে দিই 
  • শাস্ত্র মতে, এই গাছ  অপসারণে দোষ হয়ে থাকে

deblina dey | Published : Dec 31, 2019 4:56 AM IST / Updated: Dec 31 2019, 10:49 AM IST

বাড়ির দেওয়ালে বা কার্নিশে অনেক সময় বট বা অশ্বত্থের মত গাছ জন্মাতে দেখা যায়। এই গাছের শিকড়গুলি বাড়ির দেওয়াল দুর্বল করে ক্ষতি করে বাড়ির। পাশাপাশি সৌন্দর্যও নষ্ট হয় বাড়ির। তাই অনেকক্ষেত্রেই আমরা এই গাছগুলি তুলে ফেলে দিই বাড়িকে ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য। তবে শাস্ত্র মতে, এই গাছ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তাই অনেকক্ষেত্রে বাড়ি থেকে এই গাছ অপসারণে দোষ হয়ে থাকে। যা প্রভাব পড়তে পারে আমাদের জীবনে। তাই এই দোষ কাটাতে বা এড়িয়ে চলতে মেনে চলুন এই নিয়মগুলি-

 

 

যদি আপনি বাড়ি থেকে বট বা অশ্বত্থ গাছ ফেলে দেন তবে প্রতি অমাবস্যায় বট বা অশ্বত্থ গাছের উপর জল ঢালুন। এতে আপনার দোষ কেটে যায়।

যদি সম্ভব হয় বা বাড়িতে যথেষ্ট জায়গা থাকে, তবে বট বা অশ্বত্থ গাছ দেওয়াল থেকে তুলে ফেলার দোষ কাটাতে বাড়ির অন্যস্থানে সেই গাছ পুঁতে দিন। এর ফলেও সেই দোষ কাটিয়ে ফেলতে পারবেন সহজেই।

মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মানুষের এই দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই সঠিক উচ্চারণে এই মন্ত্র জপ করে দোষ মুক্ত হতে পারেন।

 

 

এই গাছগুলি ঈশ্বররূপে পূজিত হয় বহু স্থানে। এই গাছগুলিকে ঈশ্বরের বাস বলেও মনে করা হয়। তাই এই গাছ উপড়ে ফেলার দোষ কাটিয়ে উঠতে ভগবান বিষ্ণর আরাধনা করুন। 

যদি আপনি অশ্বত্থ গাছ তুলে ফেলেন, সেক্ষেত্রে আপনি বড়বাবা অর্থাৎ শনিদেবের পুজো করতে পারেন। শাস্ত্র মতে অশ্বত্থ গাছ নষ্ট করলে শনির দোষ বৃদ্ধি পায়। তাই এই দোষ কাটাতে শনি দেবের পুজো ও অশ্বত্থ গাছে জল দিন এবং দোষ কাটান।

Share this article
click me!