শনির সাড়ে সাতির ফলে, রাশি অনুযায়ী কোন সময়ে সবথেকে খারাপ প্রভাব পড়ে জেনে নিন

  • শনির সাড়ে সাতি দশা মানুষের জীবনে ভয়াবহ সমস্যার সৃষ্টি করে
  • রাশিচক্রে শনি তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে সাড়ে সাত বছর
  • এই সময়টিকে শনির 'সাড়ে সাতি' বলা হয়
  • রাশি অনুয়ায়ী শনির সাড়ে সাতি প্রভাবে কোন সময়ে সবচেয়ে বেশি খারাপ ফল দেয় 

জ্যোতিষশাস্ত্র মতে, শনির সাড়ে সাতি দশা মানুষের জীবনে ভয়াবহ সমস্যার সৃষ্টি করে। শনি গ্রহ চন্দ্ররাশির দ্বাদশ, প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করে সেই সময়কালকে শনির সাড়ে সাতি বলা হয়। রাশিচক্রে শনি প্রত্যেকটি রাশি অতিক্রম করতে সময় লাগে আড়াই বছর। তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট সাড়ে সাত বছর। আর এই সাড়ে সাত বছর সময় লাগে বলেই এই সময়টিকে শনির 'সাড়ে সাতি' বলা হয়। শনির সাড়ে সাতির প্রভাবের ফলে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখিণ হতে হয়।

আরও পড়ুন- রাশি অনুযায়ী কেমন ধরনের পোশাক পছন্দ করেন মেয়েরা, জেনে নেওয়া যাক

Latest Videos

জ্যোতিষশাস্ত্র মতে, সাড়ে সাতি জন্ম কুণ্ডলিতে তিনবার ফিরে আসে। প্রথমবার শিক্ষায় সমস্যা সৃষ্টি করে। দ্বিতীয়বার জীবিকা ও অর্থ সংকটের সমস্যার সৃষ্টি করে। আর তৃতীয় বার স্বাস্থ্য এবং গুরুজনদের মৃত্যু অবধি এনে দিতে পারে এই সাড়ে সাতি দশা। শনির সাড়ে সাতির প্রভাব কিন্তু জন্ম কোষ্ঠীতে তখনই পড়ে যখন কোষ্ঠী দুর্বল হয়। যার অর্থ জন্ম কোষ্ঠীর সবলতা ও দুর্বলতা অনুযায়ী জাতক বা জাতিকার উপর সাড়ে সাতির প্রভাব পড়ে। বৃশ্চিক, ধনু ও মীন রাশির জাতকদের ক্ষেত্রে সাড়ে সাতি চলাকালীন পাঁচ বছর সমস্যা দেখা যায়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে শনির সাত বছরের মধ্যে মাত্র আড়াই বছর খারাপ ফল দেয়। এই সাড়ে সাতি চলাকালীন জাতক বা জাতিকা নিজের জীবনকে বিচার করার, বিশ্লেষণ করার সুযোগ পায় বলে মনে করেন জ্যোতিষীরা। 

আরও পড়ুন- অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর

তবে জ্যোতিষশাস্ত্র মতে, শনি সাড়ে সাতির প্রভাব পুরও সময় জুড়েই খারাপ ফল দেয় না। রাশি অনুয়ায়ী বিশেষ কিছু সময়েই শনির সাড়ে সাতি প্রভাবে সবচেয়ে বেশি খারাপ ফল দেয়। জেনে নেওয়া যাক সেই সময়গুলি।

মেষ রাশির জাতক-জাতিকাদের মাঝের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
বৃষ রাশির জাতক-জাতিকাদের প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
মিথুন রাশির জাতক-জাতিকাদের শেষের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
কর্কট রাশির জাতক-জাতিকাদের মাঝের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
কন্যা রাশির জাতক-জাতিকাদের প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
তুলা রাশির জাতক-জাতিকাদের শেষের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের শেষের পাঁচ বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
ধনু রাশির জাতক-জাতিকাদের শেষের পাঁচ বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
মকর রাশির জাতক-জাতিকাদের প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শেষের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
মীন রাশির জাতক-জাতিকাদের শেষের পাঁচ বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।

Share this article
click me!

Latest Videos

কৃষ্ণনগর আদালতের উকিলকে লক্ষ্য করে গুলি, কিন্তু কেন ঘটল এই ঘটনা? দেখুন কী বলছেন ওই আইনজীবী
#shorts : 'জীবন দিয়ে দেবো, তবুও TMC-তে যাব না' | Rekha Patra #shortsvideo #shortsfeed #shortsviral
'সন্দেশখালির ঘটনায় কমিশন হবে, মমতাকে জেলে ঢোকাবে BJP' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
'ছিঃ নোংরা দল, জীবন দিয়ে দেব কিন্তু কোনদিন TMC-তে যোগ দেব না' ঝাঁঝিয়ে উঠলেন রেখা | Rekha Patra |
মুজিবর রহমানের কোন চিহ্ন রাখতে চায় না MD Yunus, বুলডোজার দিয়ে ভাঙা হল ম্যুরাল চিত্র