রাশি অনুযারী বিশেষ কোনও দিনে এই রঙের পোশাক পরলেই সঙ্গী হবে সৌভাগ্য

Indrani Mukherjee |  
Published : Jun 22, 2019, 12:04 PM ISTUpdated : Jun 22, 2019, 12:59 PM IST
রাশি অনুযারী বিশেষ কোনও দিনে এই রঙের পোশাক পরলেই সঙ্গী হবে সৌভাগ্য

সংক্ষিপ্ত

রাশি অনুযায়ী কোন রঙের পোশাক পরবেন কোন রঙের পোশাক পরলে সঙ্গী হবে সৌভাগ্য রঙ রঙে লুকিয়ে আছে আপনার সৌভাগ্য  রাশি অনুযায়ী পরুন এই রঙেের পোশাক

প্রত্যেক মানুযষেরই নিজের ভাললাগার একটা রঙ থাকে। অনেকেই এমন রয়েছেন, যাঁরা আবার কয়েকটি নির্দিষ্ট রঙের পোশাকের প্রতি বিশেষ ভাললাগা রয়েছে। কিন্তু জানেন কী রাশি অনুযায়ী, একটি বিশেষ রঙের পোশাক পরলে সৌভাগ্য সর্বদা আপনার সঙ্গে থাকবে। এবার তাহলে দেখে নিন, কোন রাশির জন্য কোন রঙের পোশাক পরা শুভ। 

  • মেষ- বলা হয় গাঢ় লাল রঙের পোশাক এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। চঞ্চল এবং প্রাণবন্ত প্রকৃতির হওয়ার জন্য এই এই রঙ তাঁদের জন্য খুবই শুভ বলে মনে করা হয়।  
  • বৃষ- বলা হয় সবুজ পোশাক এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। যে কোনও শুভ কাজে সবুজ রঙের পোশাক পরলে কাজটিও শুভ হবে। 
  • মিথুন- বলা হয় কমলা বা গেরুয়া রঙের পোশাক এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। তাই চাকরির ইন্টারভিউ হোক বা প্রতিযোগীতামুলক পরীক্ষা, গেরুয়া রঙেই ফিরবে ভাগ্য। 
  • কর্কট- বলা হয় বেগুনি বা গাঢ় নীল রঙের পোশাক এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। কোনও কাজে সাফল্য পেতে অবশ্যই এই রঙের পোশাক পরুন।
  • সিংহ- বলা হয় গাঢ় বা কাঁচা হলুদ রঙের পোশাক এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। হলুদ রঙই সিংহ রাশির জাতকদেরকে কর্মক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে দেয়।  
  • কন্যা- বলা হয় গাঢ় নীল রঙের পোশাক এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। কোনও কাজে সাফল্য পেতে অবশ্যই গাঢ় নীল রঙের পোশাক পরুন।
  • তুলা- বলা হয় হালকা সবুজ রঙের পোশাক এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। আর তাই ভাগ্য ফেরাতে এই রঙের পোশাক পরুন। 
  • বৃশ্চিক- বলা হয় লাল ও বেগুনি রঙের পোশাক এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। এই রঙের পোশাক পরলে এঁদের সাফল্য কেউ আটকে রাখতে পারবে না। 
  • ধনু- বলা হয় হালকা নীল রঙের পোশাক এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। কোনও কাজে সাফল্য পেতে অবশ্যই এই রঙের পোশাক পরুন।
  • মকর- বলা হয় গাঢ় বা উজ্জ্বল নীল রঙের পোশাক এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। এই রঙের পোশাক পরলে মনের জোড় অনেকখানি বেড়ে যায় এবং সেই সঙ্গে সাফল্যও আর আটকে রাখা যাবে না।  

  • কুম্ভ- বলা হয় সাদা রঙের পোশাক এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। সাদা একদিকে যেমন শান্তির প্রতীক তেমনই এই রাশির জাতক-জাতিকাদের জন্যও খুব শুভ।  
  • মীন- বলা হয় হালকা সবুজ রঙের পোশাক এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। যে কোনও শুভ কাজে এই রঙের পোশাক পরলেই মিলবে সুফল। 

PREV
click me!

Recommended Stories

Chanakya Niti: ভুল সিদ্ধান্তই সঠিক পথের ইঙ্গিত? রইল আচার্য চাণক্যের মত
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা