রাশি বলে দিতে পারে কোন মানুষের মধ্যে কী খারাপ দিক বর্তমান
জেনে নিন রাশি অনুযায়ী আপনার খারাপ দিকগুলি কী কী
Indrani Mukherjee | Published : Jun 29, 2019 6:37 AM IST / Updated: Jun 29 2019, 12:13 PM IST
প্রত্যেক মানুষের মধ্যেই কিছু ভাল দিক এবং কিছু খারাপদিক রয়েছে। আজ জেনে নিন কোন রাশির কী কী খারাপ দিক রয়েছে। এই খারাপ দিকগুলির জন্য আপনাকে নানাসময়েই নানা সমস্যার সম্মুখীন হতে হয়। জেনে নিন রাশি অনুযায়ী আপনার খারাপ দিকগুলি কী কী-
মেষ - এই রাশির জাতকরা একটু লোভী প্রকৃতির হয়ে থাকেন, সেইসঙ্গে অশান্ত, বদমেজাজি, এবং ঠোঁটকাটা প্রকৃতিরও হয়ে থাকেন।
বৃষ- এই রাশির জাতকরা সাধারণত একটু নির্বোধ প্রকৃতির হয়ে থাকেন। সাধারণ কথা বুঝতেও এদের মাঝে মাঝে এত সময় লাগে, যার জন্য অন্যান্য মানুষের কাছে কথা শুনতে হয়।
মিথুন- এই রাশির জাতকরা সাধারণত একটু অহঙ্কারী প্রকৃতির হয়ে থাকেন। সেইসঙ্গে কথায় কথায় ঝগড়া করারও একটা প্রবণতা থাকে। এর পাশাপাশি লোকের নামে গুজব ছড়াতে এরা বিশেষ পারদর্শী হয়ে থাকেন।
কর্কট- এই রাশির জাতকরা অসম্ভব মুড নিয়ে চলে,এদের কার মন কখন কী চিন্তা করে তা কেউ বলতে পারে না। এছাড়াও এরা খিটখিটে, সন্দেহবাতিক, সুবিধাবাদী, অলস প্রকৃতিরও হয়ে থাকেন।
সিংহ - এই রাশির জাতকরা খুবই উদ্ধত মানসিকতা নিয়ে চলে, ফলে কোনও আলাপ-আলোচনায় না গিয়ে এরা কেবল নিজের ঔদ্ধত্য প্রকাশ করেন। এছাড়াও এই রাশির জাতকরা খুবই স্বার্থপর, অসহিষ্ণু, অহঙ্কারী প্রকৃতির হয়ে থাকেন।
কন্যা- এই রাশির জাতকরা খুবই নেতিবাচক মানসিকতার অধিকারী হয়ে থাকেন। এরা নিজের ভুল কখনওই স্বীকার করেন না। কোনও একটি জিনিসকে কেন্দ্র করে এরা খুবই একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকে।
তুলা -এই রাশির জাতকরা খুবই অস্থিরমস্তিষ্ক হয়ে থাকেন এবং নিজের কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম। সেইসঙ্গে ফ্লার্ট করাও এদের স্বভাবজাত।
বৃশ্চিক- এই রাশির জাতকরা খুবই ক্ষমতালোভী, অর্থলোভী, প্রতিশোধপ্রিয় হয়ে থাকেন। আর এজন্যই পারিবারিক শান্তি বারবার ব্যহত হয়।
ধনু - এই রাশির জাতকরা অসম্ভব লোভী প্রকৃতির মানুষ হয়ে থাকেন। সেইসঙ্গে এরা অন্যের ওপর কর্তৃত্ব ফলাতে বেশি ভালবাসেন। সেইসঙ্গে ব্যক্তিজীবনে খুবই উদ্বেগহীন প্রকৃতির মানুষ হন।
মকর - এই রাশির জাতকরা অসম্ভব নীচ মানসিকতার মানুষ হয়ে থাকেন। সেই সঙ্গে মাবনসিক চাঞ্চল্যও এদের কাজে ব্যাঘাত ঘটায়।
কুম্ভ- এই রাশির জাতকরা একটু অহঙ্কারী প্রকৃতির হয়ে থাকে, সেইসঙ্গে অন্যের কী করে ক্ষতি করা যায় সেই বিষয়েও বুদ্ধি চালায়। সেই সঙ্গে এরা একটু ক্ষ্যাপাটে প্রকৃতিরও হয়ে থাকেন।
মীন -এই রাশির জাতকরা একটু হিংসুটে এবং অপরের জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করে।