মা হিসেবে আপনি কেমন, জেনে নিন রাশি অনুযায়ী

  • জাতক বা জাতিকার রাশি তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে সাহায্য করে
  • ঠিক একই ভাবে মা হিসেবে আপনি কেমন সেই ধারনাও করা যায়
  • মা হিসেবে আপনি কেমন তা বলে দেওয়া সম্ভব রাশিফল অনুযায়ী
  • রাশি অনুযায়ী জেনে নেওয়া যাক মা হিসেবে কেমন মানুষ আপনি

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। তবে অনেকেই আছেন যারা এই শ্রাস্ত্রকে বিশ্বাস করেন না। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। একজন মানুষ সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তার রাশির বিষয়ে জ্ঞান থাকলে। 

আরও পড়ুন- অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর

Latest Videos

ঠিক এই ভাবেই জ্যোতিষশাস্ত্র মতে, মা হিসেবে আপনি কেমন তা বলে দেওয়া সম্ভব রাশিফল অনুযায়ী। মানুষের ব্যক্তিত্ব যেহেতু রাশিফল অনুযায়ী অনুমান করা সম্ভব। ঠিক একই ভাবে মা হিসেবে আপনি কেমন সেই ধারনাও করা যায়। তবে মা এমন একটি শব্দ যার সম্বন্ধে সঠিক ব্যখ্যা দেওয়ার জন্য কোনও ভাষা হয়তো এখনও আবিষ্কৃত হয়নি। তবুও আপনিকি খুব রাগী মা, নাকি খুব বন্ধুসুলভ চলুন রাশি অনুযায়ী দেখে নেওয়া যাক-

আরও পড়ুন- বৃহস্পতিবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

মেষ- এই রাশির মায়েরা খুব স্বাধীনচেতা হন পাশাপাশি দৃঢ় মানসিকতার। 

বৃষ- এই রাশির মায়েরা শৃঙ্খলাপরায়ণ ও শান্ত স্বভাবের। তবে মাঝে মাঝে এরা খুব একগুঁয়েও।

মিথুন- এই রাশির মায়েরা নিজেরাই শিশুসুলভ। বাচ্চাদের সঙ্গে তাঁদের মত করেই মেলামেশা করেন এরা।

কর্কট- মা হিসেবে এই রাশি অত্যন্ত সফল। এরা সন্তানকে অতিরিক্ত আগলে রাখেন। এরা সন্তানের প্রতি খুব আবেগপ্রবণ।  

সিংহ- এই রাশির মায়েরা অত্যন্ত প্রাণচ্ছোল। সেই সঙ্গে আত্মকেন্দ্রিকও। তাই এদ্র সন্তানেরাও ভীষণ ছটফটে হয়।

কন্যা- এই রাশির মায়েরা সবথেকে গোছানো হয়। যে কোনও ভুলে এরা সুষ্ঠভাবে সামাল দিতে পারেন।

তুলা- এই রাশির মায়েরা ভীষনই ধৈর্য্যশীল হন। বাচ্চার ভুল হলে বকাবকি না করে তার থেকে শেখার যথেষ্ট সুযোগ দেন। 

বৃশ্চিক- এই রাশির মায়ের শক্ত হাতে সব কিছু পরিচালনা করতে পারেন। এই মায়েরা খুব সংস্কৃতিমনস্ক হন।

ধনু- এই রাশির মায়েরা অত্যন্ত বুদ্ধিমতী। সেই সঙ্গে এরা অ্যাডভেঞ্চার প্রিয়।

মকর- এই রাশির মায়েরা সন্তানের জন্য কঠোর পরিশ্রম করেন। এরা অল্পতেই রেগে যান অবার প্রয়োজনে সন্তানের সঙ্গে মজাও করেন।
 
কুম্ভ- এই রাশির মায়েরা একেবারে বন্ধুর মত। একইসঙ্গে প্রাণশক্তিতে ভরপুর।

মীন- এই রাশির মায়েরা অত্যন্ত স্নেহপরায়ণ। এরা প্রয়োজনে খুব রাগী আবার সংবেদনশীলও।

Share this article
click me!

Latest Videos

দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য Bardhaman-এ | Bardhaman News Today
LIVE: মহাকুম্ভ 2025: মহাকুম্ভের পবিত্র মুহূর্ত দেখুন সরাসরি
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি