বিবাহিত জীবন থেকে কীভাবে বাস্তু দোষ কাটাবেন, জেনে নিন

  •  নব-দম্পতিদের জন্য় উত্তর-পূর্ব দিকের ঘর শুভ হবে
  • বিছানার চাদরের ক্ষেত্রে, হালকা রঙ বেছে নিন
  • ঘরে বনসাই বা ক্য়াকটাস জাতীয় গাছ রাখবেন না
  •  মাটির নিচের জলের ট্য়াঙ্ক দক্ষিণ-পূর্ব দিকে রাখবেন না

শহরে এখন চলছে বিয়ের মরসুম। আর এই মুহূর্তে বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চললে নব দম্পতি জীবন আরও সুখকর হবে। এড়িয়ে চলা যাবে দাম্পত্য় কলহ , বিচ্ছেদ কিংবা ডিভোর্স।  তাহলে জেনে নিন, বাস্তুর নিয়ম মেনে ঠিক কী কী করলে বৈবিবাহিক জীবন আর সুন্দর হয়ে উঠবে-

আরও পড়ুন, বাস্তুর নিয়ম মেনে অতিথি কক্ষ সাজান, পরিবারের ভাগ্য় বদলান

Latest Videos

১। সবার আগের বাড়ির বাস্তু দোষ কাটান। বাড়িকে নতুন রঙ করার পাশাপাশি কী রঙ করবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। 

২। সবার প্রথমে বাড়ির মাটির নিচের জলের ট্য়াঙ্ককে দক্ষিণ-পূর্ব দিক থেকে  সরিয়ে রাখুন। 

৩। বিবাহিত মেয়েদের ক্ষেত্রে, ঋতুচক্র চলাকালীন উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম দিকে কখনই ঘুমোবেন না। 

৪। নব-দম্পতিরা যে ঘরে থাকবেন, সেই ঘরে কিংবা তার আশেপাশে যেন কোনও সিড়ি না থাকে।

আরও পড়ুন, কোন বিষয়ে আসক্তি আপনার, জেনে নিন রাশি অনুযায়ী

৫। বিছানার চাদরের ক্ষেত্রে, হালকা রঙ বেছে নিন। গোলাপি, সাদা মেশানো যেকোনও হালকা রঙ-এর চাদর পাতুন। ধাতব খাট এড়িয়ে চলুন। 

৬।   নব-দম্পতিদের জন্য় উত্তর-পূর্ব দিকের ঘর সবচেয়ে শুভ হবে। যদি সেই সুবিধা না থাকে, দক্ষিণ দিকের ঘরে থাকা শুরু করুন।

৭। কখনও আপনাদের ঘরে কিংবা বারান্দাতেও বনসাই বা ক্য়াকটাস জাতীয় গাছ রাখবেন না।

৮। কৃত্রিম ফুল না রেখে, তাজা ফুল দিয়ে ঘর সাজান। এতে আপনাদের বিবাহিত জীবন আরও সুখকর হবে।

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর