ধনু রাশির কতটা উন্নতি হবে অক্টোবর মাসে, দেখে নিন

 

  • বাংলা বছরের দশম মাস অক্টোবর
  • এই মাসেই হয় দূর্গা পুজা
  • রাশিচক্রের নবম রাশি ধনু
  • অক্টোবর মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে
     

এটি আনুমানিক খ্রিস্টপূর্ব ৭৫০ অব্দে রোমুলুসের পুরনো বর্ষপঞ্জির নবম মাস। এই মাসের নামটি লাতিন ও গ্রিক অক্টো থেকে নেওয়া হয়েছে, যার অর্থ নবম। অক্টোবর গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের দশম মাস। এ মাসে মোট ৩১ দিন এবং এটি ৩১ দিনে মাস হওয়া সাতটি মাসের মধ্যে দশম। পরবর্তী কালে জানুয়ারি ও ফেব্রুয়ারি বর্ষপঞ্জিতে যুক্ত করা হয়। জেনে নেওয়া যাক অক্টোবর মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির প্রায়ই অর্থাভাব দেখা যায়। এরা খুবই ব্যক্তিত্বসম্পন্ন। এই রাশির জাতক-জাতিকাদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম। তাই অন্যের অধীনে কাজ করতে অসুবিধে ভোগ করতে হয়। তবে এরা খেতে ও খাওয়াতে বেশি ভালোবাসেন। তবে জেনে নেওয়া যাক অক্টোবর মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Latest Videos

অক্টোবর মাসে ধনু রাশির ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর খবর পেতে পারেন। কাজের চাপে মাসের শেষের দিকে অসুস্থ হতে পারে। এই মাসে কোনও ভুলের জন্য মন কষ্ট পাবেন। ব্যবসায় মূলধনের বিষয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে।বেকারদের কাজের সুযোগ বৃদ্ধি পেতে পারে। গুরুজনদের সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে।  কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে।  আইনি বিষয়ে যুক্ত থাকলে সাফল্য পাবেন।সঙ্গীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন।  সন্তানের কোনও কাজের জন্য অবাক হতে পারেন। সাবধানে যাতায়াত করুন রক্তপাতের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ।

Share this article
click me!

Latest Videos

Rohit Sharma-কে দেখে উল্লাসে মেতে উঠলেন ভক্ত! দেখুন সেই মুহূর্ত #shorts #shortsfeed #shortsfeed
Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
মমতার খেলা ধরে ফেললেন শুভেন্দু | Suvendu on Mamta #shorts #suvenduadhikari #mamatabanerjee
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP