পুরীর ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা সম্বন্ধে অজানা তথ্য, যা অবাক করার মত

  • হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান এক উৎসব
  • এই উৎসব বিশেষ উৎসাহের সঙ্গে পালিত হয়
  • ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরীতে
  • জেনে নিন পুরীর রথযাত্রা সম্বন্ধে অজানা তথ্য

deblina dey | Published : Jun 23, 2020 5:31 AM IST

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান এক উৎসব রথযাত্রা। ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহের সঙ্গে পালিত হয়। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পুরীর রথযাত্রার মিলেমিশে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। সে ইতিহাসে আছে লোকগাথা  আর পুরাণের বর্নিত কাহিনি। সেই সঙ্গে রয়েছে ধর্মীয় ভাবাবেগ ও তার রীতি নিতির বর্ণনা।

পুরীর জগন্নাথ মন্দির ভারতের অন্যতম প্রসিদ্ধ মন্দির। জগন্নাথ-আরাধনার ইতিবৃত্ত এতই প্রাচীন যে এর কোনও ঐতিহাসিক দিন বা সময় পাওয়া সম্ভব নয়। জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরটি শ্রীমন্দির নামে সমধিক পরিচিত। 

তিন দেবতাকে গুণ্ডিচা মন্দিরে জগন্নাথদেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। পুরীতে বছরে এই একদিনই অহিন্দু ও বিদেশীদের মন্দির চত্বরে এসে দেবদর্শনের অনুমতি দেওয়া হয়। পুরীতে যে রথগুলি নির্মিত হয় তাদের উচ্চতা ৪৫ ফুট। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে এই রথযাত্রা সরাসরি সম্প্রচারিত হয়। জেনে নিন পুরীর রথযাত্রা সম্বন্ধে অজানা তথ্য মন্দিরের সেবায়েত এর থেকে-

 

পুরী জগন্নাথের রথের ৫০ টি অজানা তথ্য || রথযাত্রা মহোৎসব || জগন্নাথ পুরীধাম -শ্রীমান গোপাল দাস

Posted by Sri Jagannatha, The Lord of the Universe on Sunday, 21 June 2020

Share this article
click me!